আমাদের কথা খুঁজে নিন

   

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা: দা স্টোরি অফ এ ভয়াবহ ব্লগীয় বিবর্তন।

যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। আমাদের সকলের প্রিয় ব্লগার, এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা। উনি একটি বিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছেন।

THERE IS SOMEONE YOU ARE LOOKING AT, BUT SHE IS LOOKING THROUGH YOU !!!! --এটি কতটা ভয়াবহ সেটা ভাবতেই গা শিউরে উঠে আমার!!! মূলত এই ভয় থেকেই ওনার প্রতি সম্মান জানিয়ে আমার লেখা শুরু করছি। আমরা ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব বিষয়ে অনেক দেখেছি ও পড়েছি। অনেকে মেনে নিয়েছি, বিশ্বাস করেছি, অনেকে করিনি একদমই! কিন্তু ইহা একদমই অস্বীকার করার মতো কোনো কিছু নয়। ব্লগে আগে ওনার পাসপোর্ট সাইজ ছিল। পরে তীব্র কোনো আকাঙ্খা ও অস্তিত্বের সাথে ভয়াবহ একটি সংঘর্ষের ফলে একটি আচানক পরিবর্তন আসে।

যদিও বিভিন্ন গবেষনাগারে এখনো গবেষণা চলছে যে বিবর্তনটি প্রাকৃতিক নাকি আমেরিকার কোনো ভয়াবহ ভাইরাস গবেষণায় ওনাকে গিনিপিগ করার সাইড ইফেক্ট। প্রথমেই দেখে নিন হোমো সেপিয়েন্স এর বিবর্তনের ধাপগুলোর ছবি, এবার দেখুন ব্লগার এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণার বিবর্তনের ধারা। কিছু একটা কারণে ওনার উচ্চতা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে!! আর উনি দিন দিন শুকিয়ে নাই হয়ে যাচ্ছেন!!!! বিশেসজ্ঞদের গবেষণায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য!!! জা-শি পোস্ট ও সুশীল ও রাজনৈতিক ক্যাচালবাজিতে উনার অংশগ্রহন না করা, ও তাদের আশাহত হওয়াই এই ক্ষেত্রে দায়ী বলে ব্লগ-বিবর্তন গবেষক টিম জানিয়েছেন। তাদের প্রতিবেদনে এও বলা হয়েছে, ব্লগার এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণার এই একচোখা মানসিকতায় তারা অতিব কষ্ট পেয়ছেন। শেষ পর্যন্ত কোনো উপায় অন্ত না করতে পেরে তারা ব্লাক ম্যাজিকের সরনাপন্ন হন।

ও বিশেষ জাদু মন্ত্র বলে ওনাকে বিবর্তনের ধারায় ফেলে নাই করে দিতে চাচ্ছেন!!! দেখুন তাদের ম্যাজিক ম্যাপ। এমন ঘৃণ্য অপরাধের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই চাই চাই!!! ___________________________________________________ এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা আপু, আপনার আগের ছবিটা খুব ভালো লাগত। We will miss YOU >>>>>> ........ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।