আমাদের কথা খুঁজে নিন

   

ইতিহাস ঐতিহ্যের ঢাকা

বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্যের ধারক ঢাকা। বাংলাদেশের অন্যতম প্রাচীন এই শহরটি শুধু বাংলাদেশের রাজধানীই নয়, বহু ইতিহাসের সাক্ষী। বিভিন্ন গবেষকদের তথ্য থেকে জানা যায়, সপ্তম শতক থেকেই ঢাকায় মানুষের বসবাস শুরু হয়। নবম শতকে সেন শাসন শুরু হওয়ার আগে ঢাকা কামরূপের নিয়ন্ত্রণে ছিল। সেন-পরবর্তী যুগে ঢাকা তুর্কি ও আফগান শাসনাধীন হয়।

এ সময় ঢাকা দিলি্ল সালতানাত নির্ধারিত শাসকদের দ্বারা শাসিত হয়। ১৩৩৮ সালে সোনারগাঁওয়ে স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে বাংলা দিলি্লর নিয়ন্ত্রণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। শুরু হয় বাংলায় স্বাধীন সুলতানি শাসন। দিলি্লর শাসন কাঠামো থেকে অনেকটা বিচ্ছিন্ন থাকার পরও এই কালপর্বেই বাংলায় শিক্ষা, শিল্প-সংস্কৃতি ও সাহিত্যের সার্বিক বিকাশ ঘটে। সুলতানি পর্বে পূর্ববাংলায় সোনারগাঁও ও উত্তর বাংলার গৌড় বা লখনৌতে ছিল স্বাধীন সুলতানি বাংলার রাজধানী।

দীর্ঘ বিরতির পর ১৬০৮ থেকে ১৬১০-এর মধ্যে মোগল সুবাদার ইসলাম খাঁর হাতে ঢাকার পতন এই স্বাধীনতার চূড়ান্ত অবসান ঘটায়। সুবাদার ইসলাম খাঁ ঢাকাকে বাংলা সুবার রাজধানী করেন। সম্রাটের নামে ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর। এভাবে প্রায় ২৫০ বছর পর বাংলা আবার দিলি্লর প্রদেশে পরিণত হয়। আর দ্বিতীয়বারের মতো প্রাদেশিক রাজধানীর মর্যাদা পায় ঢাকা।

সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্যে দুর্বলতা দেখা দেয়। ১৮ শতকের শুরুতে ঢাকা থেকে রাজধানী সরিয়ে নেওয়া হয় মুর্শিদাবাদে। মোগল পরবর্তী যুগে ঢাকা প্রায় ১৯০ বছর ব্রিটিশ শাসনাধীন থাকে। পরবর্তীতে ১৯৪৭ সালে ঢাকা পূর্ববঙ্গের রাজধানী হিসেবে পাকিস্তানের অন্তর্গত হয়। ১৯৫৬ সালের ২৩ মার্চ ঢাকাকে পূর্ব পাকিস্তানের রাজধানী হিসেবে মর্যাদা দেওয়া হয়।

১৯৭২ সালের সংবিধান অনুযায়ী ঢাকাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.