আমাদের কথা খুঁজে নিন

   

অবেশেষে পাওয়া গেল সেই জিপ দুটি

সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুতারকান্দি স্থলবন্দর দিয়ে অনুপ্রবেশকারী পাজারো জিপ দুইটি অবশেষে উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে পরিত্যক্ত অস্থায় সিলেট নগরী থেকে জিপ দুইটি উদ্ধার করে পুলিশ। উপশহর ও কুমারপাড়া থেকে জিপ দুইটি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত পেৌণে ১টার দিকে শাহজালাল উপশহরের ই ব্লকে পরিত্যক্ত অবস্থায় একটি জিপ ও কুমারপাড়ার একটি গ্যারেজ থেকে  আরেকটি জিপ উদ্ধার করা হয়। জিপ দুইটি বর্তমানে মহানগর পুলিশের হেফাজতে রয়েছে।

গাড়িতে করে ভারত হয়ে আসা বাংলাদেশী বংশদ্ভূত ব্রিটিশ নাগরিক কাবলু মিয়া, আসকর আলী ও আমতর আলীকে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. আইয়ূব জানান, জিপ দুইটি উদ্ধার করা হয়েছে। এখন গাড়িতে করে আসা ব্রিটিশ নাগরিকদের সন্ধানে অভিযান চলছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় ভারত থেকে সুতারকান্দি স্থলবন্দর দিয়ে দুইটি জিপে করে বাংলাদেশী বংশদ্ভূত তিন ব্রিটিশ নাগরিক ইমিগ্রেশন আইন লঙ্ঘন করে ঢুকে। তারা সুতারকান্দি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ সীমান্তে ঢুকেই দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়।

এরপর তাদেরকে ধরতে সিলেট জেলাজুড়ে চৌকি বসিয়ে পুলিশ তল্লাশি চালায়। সীমান্ত এলাকায়ও বিজিবির নজরদারি বাড়ানো হয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার গভীর রাতে গাড়ি দুইটি উদ্ধার হলেও এখন পর্যন্ত ব্রিটিশ নাগরিকদের সন্ধান পাওয়া যায়নি।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।