আমাদের কথা খুঁজে নিন

   

শেখ হাসিনাকে নিয়েই সরকার: ১৪ দল

নির্দলীয় সরকার পদ্ধতি না মানলে আলোচনায় যাবে না বলে বিএনপির ঘোষণার দিন বৃহস্পতিবারই  জোট শরিক জাসদের এক অনুষ্ঠানে ১৪ দলের অবস্থান তুলে ধরেন মোহাম্মদ নাসিম।
আওয়ামী লীগের এই নেতা বলেন, “শেখ হাসিনা ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না। তাকে নিয়েই অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে ১৪ দল। নেত্রীর বিষয়ে কোনো আপস হবে না।”
টেলিফোন আলাপে বিরোধীদলীয় নেতার ভাবভঙ্গীর সমালোচনা করে তিনি বলেন, “ফোনালাপেই বোঝা গেছে যে কে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, আর কে স্বৈরাচারের কণ্ঠস্বর।”
আসন্ন সংসদ নির্বাচনে ১৪ দল শেখ হাসিনার নেতৃত্বে জয়লাভ করে আবার সরকার গঠন করবে বলেও দৃঢ় আশার কথা জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম।
বর্তমান সরকারের কিছু ভুল ক্রুটি থাকতে পারে স্বীকার করে সেগুলো সংশোধন করা হচ্ছে বলেও জানান ক্ষমতাসীন দলের এই নেতা।
কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে জাসদের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আলোচনা সভায় দলটির সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বক্তব্য রাখেন।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, শিরীন আখতার, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, নাজমুল হক প্রধান, ইকবাল হোসেন খানও বক্তব্য রাখেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।