আমাদের কথা খুঁজে নিন

   

আমার বন্ধুর স্বপ্নের স্টেডিয়াম..........!!!!

আমি অবশ্যই সঠিক পথে হেঁটেছি, যে পথে আমি শত সহস্র মানুষের পেছনে হেঁটেছি। সময় কালটা ২০১১ কিৃকেটের বিশ্বকাপ খেলা চলছে, তখন সবে HSC শেষ করেছি, কোথাও চান্স না হয়ায় বাসায় অলস সময় কাটছে। বাসায় বসে আছি, গেটে কে যেনো সাইকেলে করে এলো, সোহাগ, হঠাৎ এসেই দোস্ত আমারে একটা স্টেডিয়াম বানায়ে দেয়ন লাগবো, মেলা বড়, আমি কইলাম কেন, আমগো দুকানের সামনে দৈনিক মেলা মানুষ খেলা দেখবার আসে সামনে থাকলো সবাই দেখলো মজা পামু। তার কথায় না করতে পারলাম না, ঐ দিন রাতেই শুরু করলাম শেষ অবধি রাত ৩টার দিকে সেষ হইছিলো। দিন টা ছিলো ২৬/০১/২০১১  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।