আমাদের কথা খুঁজে নিন

   

‘শফীর কথা শুনলে দাসী হয়ে থাকতে হবে’

শুক্রবার এক জনসভায় মন্ত্রী বলেন, “চার ক্লাসের বেশি না পড়লে মেয়েরা বান্দিত্ব ছাড়া আর কোনো কিছু পাবে না। শফি মেয়েদের সেই বান্দি করার কথাই বলছেন। ”
চট্টগ্রামে এক মাহফিলে শফীর দেয়া বক্তব্য ইউটিউবসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
ওই ভিডিওচিত্রে দেখা যায় শফী বলছেন, “আপনারা মেয়েদের স্কুল, কলেজ, ভার্সিটিতে লেখাপড়া করাইতেছ্নে।

কেন করাইতেছেন? তাদের ক্লাস ফোর-ফাইভ পর্যন্ত পড়াইবেন যাতে বিবাহ-শাদী দিলে স্বামীর টাকা পয়সার হিসাব রাখতে পারে। ”
জন্মনিয়ন্ত্রণের সমালোচনা করে শফি বলেন, “জন্মনিয়ন্ত্রণ কেন করেন?... বার্থ কন্ট্রোল করলেও ডেথ তো কন্ট্রোল করতে পারবা না। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। খাওয়াইবো তো উনি। তুমি কেন বার্থ কন্ট্রোল করবা? বড় গুনাহের কাজ এইটা।

পারলে চাইরটা পর্যন্ত বিবাহ করবা...”

হেফাজত আমিরের এই বক্তব্যের সমালোচনা করে মতিয়া অভিভাবকদের উদ্দেশ্যে প্রশ্ন ছোড়েন, “আপনারা কি সতীনদের ঘরে মেয়েদের বিয়ে দিতে চান?”
জনসভায় উপস্থিত বিভিন্ন বয়সী কয়েক হাজার মানুষের মধ্য থেকে অনেকেই এর জবাবে সমস্বরে বলেন, ‘না’।
এ সময় জনসভায় অংশ নেয়া তরুণদের উদ্দেশ্যে মতিয়া বলেন, “শোনো তোমাদেরও একটি কথা বলি- এক বউ পালতে গিয়েই মাথার ঘাম পায়ে ফেলতে হয়। স্বামী-স্ত্রী দুইজন চাকরি না করলে সংসার চালাতে কষ্ট হয়। আর চার বউ পালতে গেলে মাথার চুল থাকবে না। ”
বিয়ে সংক্রান্ত বিষয়ে উপদেশ দিয়েই হেসে ওঠেন মতিয়া।

দর্শকদের সারিতেও হাসির রোল পড়ে।
সমকামীতার পক্ষে কথা বলার পরও নোবেলজয়ী মুহম্মদ ইউনূসের বক্তব্যের প্রতিবাদ না করায় হেফাজত আমিরের সমালোচনা করেন মতিয়া।
তিনি বলেন, “শফী ইসলামের কথা বললেও ইউনূস নিয়ে চুপ করে আছেন। ”
বিরোধী দলের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে পল্লবী সিনেমা হলের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন মতিয়া।
স্থানীয় সাংসদ ইলিয়াছ উদ্দিন মোল্লাহর সভাপতিত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিছুর রহমান মল্লিক, জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান প্রমুখও এই জনসভায় বক্তব্য রাখেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.