আমাদের কথা খুঁজে নিন

   

তত্ত্বাবধায়কের দাবিতে সোম-মঙ্গল নিউইয়র্কে কনস্যুলেট ঘেরাও

নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন প্রদানের দাবিতে আগামী ৩ ও ৪ নভেম্বর নিউইয়র্কে মানববন্ধন এবং বাংলাদেশ কনস্যুলেট ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি এবং তারেক পরিষদ কেন্দ্রীয় আন্তর্জাতিক কমিটি। একইসঙ্গে বাংলাদেশে ১৮ দলীয় জোটের হরতাল-অবরোধ কর্মসূচির সমর্থনে আমেরিকায় বাংলাদেশী অধ্যুষিত শহরগুলোয় জনসংযোগের সিদ্ধান্ত নিয়েছে সংগঠণ দু'টি।

১ নভেম্বর শুক্রবার রাতে (বাংলাদেশ সময় শনিবার সকাল) যুক্তরাষ্ট্র বিএনপি ও তারেক পরিষদের পক্ষ থেকে আকতার হোসেন বাদল বার্তা সংস্থা এনাকে বলেন, বাংলাদেশে গণতন্ত্রের লেবাসে শেখ হাসিনার সরকার চরম স্বৈরাচারি আচরণ শুরু করেছে। ২৫ অক্টোবর তাদের পদত্যাগ করা উচিত ছিল। সেটি না করে তারা সংলাপের নামে নাটক সাজিয়ে সময় ক্ষেপন করছে। তিনি জানান, ১৮ দলীয় জোটের দাবি আদায়ে আন্তর্জাতিক জনমত গঠনে তারা একযোগে কাজ করছেন কংগ্রেস, স্টেট ডিপার্টমেন্ট এবং জাতিসংঘে।

বাদল বলেন, বিএনপি'র অবিসংবাদিত নেতা তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সমস্ত সাজানো মামলা প্রত্যাহার করে তাকে বীরের বেশে বাংলাদেশে ফেরার পথ সুগম করতে হবে শেখ হাসিনা এবং তার সরকারকেই। এছাড়া ভোটার তালিকায়ও তারেক রহমানের নাম উঠাতে কোন ধরণের কার্পণ্য সহ্য করা হবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি। 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।