আমাদের কথা খুঁজে নিন

   

স্কেচ বানানোর সবচেয়ে সেরা দুইটি সফটওয়্যার নিয়ে নিন ফ্রিতে(এ্যান্ড্রোয়েড)

স্কেচ শব্দটি বেশীর ভাগ ছবি প্রিয় মানুষের কাছেই চেনা। যে কোনো ছবিকে শুধুমাত্র পেন্সিল দিয়ে আকাকে আমার ভাষায় আমি স্কেচ বলি। আমরা সাধারণত জেনে থাকব যে স্কেচ করার জন্য কাগজ,পেন্সিল এবং আকার হাত থাকা দরকার।
তবে বর্তমান প্রযুক্তিময় বিশ্বে এসব কিছু ছাড়াই আপনি স্কেচ তৈরি করতে পারেন। তবে এর জন্যও দুটি উপকরণ দরকার।


১. এ্যান্ড্রোয়েড মোবাইল ও
২. একটি স্কেচ আকানোর এ্যাপ
 
আমি আপনাদের স্কেচ আকানোর এ্যাপ দিতে পারি কিন্তু মোবাইল নয় ।
তাহলে দেখুন আমার যোগাড় করা স্কেচ বানানোর সফট গুলো।
 
এই XnSketch টি এড ফ্রি পেই ভার্সন। ★ আলাদা ইফেক্ট (black strokes, white strokes, pastel, pencil sketch, color sketch, cartoon, stamp, halftone, hatching, …)
★কোন রেজিসট্রেশনের দরকার নেই, কোন ওয়াটারমার্ক থাকবেনা, কোন লেমিটেশনও না।
★ সেভ করে শেয়ার করুন ফেসবুকে,টুইটারে।



আমার ২য় সফটওয়ারটি:
 

এই সফট টি টেবলেট এর জন্য। তাই এর অনেক ফিচার আছে।
✓ Full Screen কাজের করা যাবে।
✓ আলাদা আলাদা Canvas সাইজ
✓ Pen Only Mode
✓ হাজার আঙ্গুলের টাচ একসাথে ।
✓ হাই কোয়ালিটি ব্রাশ টুল
আরো অনেক...................................
 

 

 

To Get Paid Apps For Free Visit Paids4Free.Com


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।