আমাদের কথা খুঁজে নিন

   

যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (চার)



যারা আজকে প্রথম এই লেখা পড়ছেন তাদের জন্য প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্বের লিঙ্ক দিচ্ছি। যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (এক) যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (দুই) যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (তিন) এরই মধ্যে তিনটি পর্ব শেষ হল।

আমি যানি না আমার এই লেখা আপনাদের কোনো প্রকার সাহায্য করতে পারল কিনা। তারপরও আমি লিখব আপনাদের জন্য। হয়ত কখনো কারো কাজে আসতে পারে। আমি আগেই বলেছি স্কেচ খুব সুক্ষ ব্যপার। এখানে রং তুলির কোনো প্রকার কাজ নেই।

আর তাই একটি ছবিকে জীবন্ত করে তোলার জন্য খুব ছোট খাটো আর সুক্ষ বিষয় গুলা খেয়াল রাখতে হবে। খুব জটিল মনে হচ্ছে?? ভয় পাবার কিছু নেই। আজকের পর্ব লাইট এন্ড শেড (Light & Shade) । আজকে আমরা শুধু দেখবো। ( উহু..... চোখ বড় বড় করে আমার দিকে তাকাবেন না।

আমি যানি আপনাদের মনে এরই মধ্যে প্রশ্ন আনা গোনা করছে " স্কেচ শিখবো এর মধ্যে আবার দেখা দেখির কি আছে?" বলছি। ) স্কেচ করতে হলে আমাদের দেখতে হবে অনেক কিছুই। অনেকই মনে করতে পারেন "কাগজ-পেন্সিল হাতে নিব আর ছবি আকবো এখানে এমন কঠিন কি আছে" আছে অনেক কিছুই। তাই আমি চাই আপনারা স্কেচ শুরু করার আগে ছোট খাটো বিষয় গুলো যেনে নিন। আমি আজকে কিছু ছবি দিব আপনাদের জন্য।

আপনাদের কাজ হল ছবি গুলো ভাল করে দেখা। আপনারা ছবি গুলো দেখে স্কেচের লাইট এন্ড শেড বুঝার চেষ্টা করুন। আমার আগের লেখায় লাইট এন্ড শেড কি তা দেখেছি। আজকে দেখব এই লাইট আর শেড সাবজেক্টের উপর কি করে প্রভাব ফেলে। উপরের স্কেচটি লক্ষ করুন।

একটি আপেলের স্কেচ, দরে নিন আপেলটি একটি টেবিলের উপর রাখা আছে। এবার দেখুন আপেলের নিচের দিকের অংশটা বেশ গাঢ় কারন আপেলের নিচের দিকে লাইট পরেনি। উপরের দিক হালকা কারন লাইট পরেছে। এবার এই পাতাটা দেখুন। পাতাটাকে দুই ভাগে দেখুন, ১ম ভাগ হল বাম দিকের মরানো অংশ আর ২য় ভাগ হল পাতার ডান দিকের অংশ।

{এখানে একটা ব্যাপার বলতে চাই যদিও এই ব্যপারটা আরো পরে বললে ভাল হত। স্কেচ করার সময় ১টা জিনিস সব সময় মনে রাখতে হবে আর তা হল স্কেচে ২টা পার্ট থাকে, ( এটা আমি নিজের ছোট্ট মাথা খাটিয়ে বের করেছি ) যে কোনো কিছুর সামনে পিছনে। স্কেচ করার সময় খয়াল রাখতে হবে সামনে যেটা থাকবে তার চাইতে পেছনে যা থাকবে তার স্কেচ গাঢ় হবে। } পাতার ১ম ভাগে দেখুন স্কেচ অনেকটাই হালকা আবার ২য় ভাগে দেখুন পাতাটা গাঢ় । আপনারা বাকি স্কেচ গুলা দেখুন।

আমরা পরের পর্বে স্কেচ শুরু করব ইনশাআল্লাহ ...........


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।