আমাদের কথা খুঁজে নিন

   

এখলাস কিভাবে হাসিল হবে ? খায়েশাত থেকে কিভাবে ফিরবে ? ফাজায়েলে আমাল থেকে :



হযরত শায়খুল হাদীস রহ: ফাজায়েলে তাবলীগ কিতাবে ৪৯ পৃষ্ঠায় একটা আয়াত পেশ করেন, সুরা তওবা থেকে, ১১৯ নং আয়াত। হে ইমানদারগণ ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সাথে থাক । হযরত শায়খ ফরমান : মুফাস্সিরগণ লিখেছেন সত্যবাদীদের দ্বারা এখানে সুফী মাশায়খগণকে বুঝান হয়েছে। যখন কোন ব্যাক্তি তাদের খাদেম হয়ে যায়, তখন তাদের ( সুফীদের ) তরবিয়ত ও বুজুর্গীর বদৌলতে সে উন্ণতির উচ্চশিখরে পৌছে যায় । শায়খে আকবর রহ: লিখেছেন : যদি তোমার কাজ-কর্ম অপরের ইচ্ছার অধীন না হয়, তবে সারা জীবন সাধণা করেও মনের খায়েশাত হতে ফিরতে পারবে না।

..... ........ আোতএব এটা অত্যন্ত জরুরী যে কামেল শায়খ তালাশ করতে তুমি সচেষ্ট হও। তা হলেই তিনি তোমাকে আল্লাহর সান্ণিধ্যে পৌছে দিবেন । ফাজায়েলে জিকির ২য় অধ্যায় ৩য় পরিচ্ছদ, হাদীস ১৫, পৃ: ১৩২ : তবে ইহার ( কলেমা এ তৈয়্যব ) মধ্যে ওজন এখলাসের দ্বারা পয়দা হয। এখলাস যত হবে ততই এই পাক নামের ওজন ওজনী হবে। এই এখলাস পয়দা করার জন্য সুফী মাশায়েখদের জুতা সোজা ( আনুগত্য) করতে হয় ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।