আমাদের কথা খুঁজে নিন

   

হায় হায় কয় কি?? ঢাকায় আবার হেফাজত সমাবেশ

গরমে তরমুজ ভালো লাগে.

হেফাজতে ইসলাম ঘোষিত সেই ১৩ দফা দাবি বাস্তবায়নে আবার ঢাকার মতিঝিলে ১৫ নভেম্বর সমাবেশের ঘোষণা দিয়েছে । এছাড়া এই মাসের ৭ তারিখে সিলেটে ও ৮ তারিখে খুলনায় সমাবেশ করবে দলটি । ছয় মাস আগের ঘটনার রহস্য এখনও গিঁট টিলে নাই । পুলিশ বলেছে ৭/৮ জন মারা গেছে । আর হেফাজত বলেছিল ৩ হাজার।

অধিকার ৬০ জন বলেছিল । অধিকার তালিকা দিলেও হেফাজতের তালিকা প্রকাশ করা হয়নি। যা খুবই বিব্রত কর অবস্থার সৃষ্টি করে ছিল। দেশের এই অবস্থায় আবার যদি ঐ রকম একটা ভয়াবহ ঘটনা আবার ঘটে তার দায় কে নিবে ? ২ টা টিভি চ্যানেল এখন ও বন্ধ আছে । হেফাজতের নেতাদের এখনও গ্রেফতার করা হচ্ছে এখনও ।

পুলিশ ঐ ঘটনাকে হেফাজতের নাশকতা বলে । আর হেফাজত বলে অন্য এক ভায়াবহ কথা । সেই ঘটনায় আহত অনেকেই এখনও পুরোপুরি সুস্থ হয়নি যার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যও আছে । দুই টা কথা মনে হচ্ছে্‌--- ১ম, ৫ মে শাপলার সমাবেশে হেফাজতের অনেক লোক মারা গেছে । তাই ইসলাম রক্ষার সেই দাবি আদায় ও সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে আবার সমাবেশ একই স্থানে ।

২য়, বিরোধী দলের সাথে হেফাজত আন্দোলনের একাত্মতা ঘোষণা করা যা বর্তমান সরকারকে আরও চাপের সম্মুখীন করবে। এবং তাদের দাবি আদায় সহজ হবে । তবে দিনে দিনে রাজনীতির ময়দান খুবই কঠিন হয়ে যাচ্ছে । কোনো ফর্মুলা আর যেন কাজে আসছে না । বিশাল এক বিপর্যয় না হলে এই সমস্যার সমাধান দেখতে পাচ্ছি না ।

যদিও সমস্যা চিরকাল থাকবে না । একটু সময় লাগবে আরকি । । আর কি হতে যাচ্ছে তা নিয়ে অনেকেই অনেক কথা বলেন । তবে দেশ ও দেশের উন্নতি ও কল্যাণের জন্য যা হলে ভালো হয় তাই আমাদের প্রত্যাশা ।

এর বিপরীত কোন সমাধান আমরা চাই না । কি হয় দেখার অপেক্ষায় থাকলাম!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.