আমাদের কথা খুঁজে নিন

   

ঐশ্বরিয়াকে গান শুনিয়েছে আরাধ্য!

জন্মদিনের সবচেয়ে বড় উপহারটা মেয়ের কাছ থেকেই পেলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। কদিন বাদে দুই বছর পূর্ণ করতে চলা আরাধ্য আধো আধো বোলে মাকে ‘হ্যাপি বার্থডে টু ইউ’ গেয়ে শুনিয়েছে! গত শুক্রবার ৪০তম জন্মদিনে মেয়ের কাছ থেকে এমন উপহার পেয়ে ঐশ্বরিয়া রীতিমতো আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন।
সাংবাদিকদের ঐশ্বরিয়া জানিয়েছেন, ‘আরাধ্য তো অনেক রাত করে ঘুমোয়। তাই ১২টা বাজার পরও ও জেগে ছিল। আর তখনই আমাকে হ্যাপি বার্থডে গেয়ে শুনিয়েছে। এটা সত্যিই অন্য রকম একটা অভিজ্ঞতা ছিল। এর আগেও অবশ্য আরাধ্য বাবার (অমিতাভ বচ্চন) জন্মদিনেও এই গানটা গেয়েছে।’
জন্মদিনে স্বামী অভিষেক বচ্চনের কাছ থেকে বিশেষ কোনো উপহার পেয়েছেন কি না এ ব্যাপারে অবশ্য মুখ খোলেননি ঐশ্বরিয়া। আইএএনএস।

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.