আমাদের কথা খুঁজে নিন

   

ভয়ে আছে নিউজিল্যান্ড

বাংলাদেশের আর হারানোর কিছু নেই। কিন্তু পাওয়ার আছে অনেক কিছুই। ঘরের মাঠে নিউজিল্যান্ডের মতো ক্রিকেট শক্তিকে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজে পরাজিত করা তো আর চাট্টিখানি কথা নয়! আজ সিরিজের শেষ ম্যাচে কিউইদের হারাতে পারলেই বাজিমাত। বাংলাওয়াশের স্বপ্ন পূরণের পাশাপাশি র‌্যাঙ্কিং উন্নতি হবে টাইগারদের। প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে টপকে নবম থেকে অষ্টম স্থানে উঠে যাবে বাংলাদেশ।

তাই আজকের ম্যাচটি মুশফিকদের জন্য যতটা আনন্দের, নিউজিল্যান্ডের জন্য তার চেয়ে হাজার গুণ বেশি হতাশার। সিরিজ তো আগেই হাতছাড়া হয়ে গেছে, এখন সফরকারীদের মানসম্মান নিয়েই টানাটানি শুরু হয়ে গেছে। তাই আজ নিউজিল্যান্ডের প্রতিপক্ষ শুধু বাংলাদেশ নয়, বাংলাওয়াশ!

গতকাল মিরপুরের সংবাদ সম্মেলনে কিউই ব্যাটসম্যান রস টেলরের কণ্ঠে তাই হতাশাই ঝরল। 'সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়াটা অবশ্যই হতাশার। এটা আমাদের আত্মবিশ্বাসেই অনেক বড় আঘাত।

এখনো সিরিজের আরেকটা ম্যাচ বাকি আছে। আমরা চাই সিরিজে অন্তত ২-১ ব্যবধান নিয়ে আসতে, যদিও সিরিজ হাতছাড়া হয়ে গেছে কিন্তু ৩-০ ব্যবধানের চেয়ে ২-১ ব্যবধানই কি ভালো নয়!' উদ্দীপ্ত এই বাংলাদেশকে হারানো যে মোটেও সহজ নয়, রাখঢাক না করে সে কথাও বললেন রস টেলর। 'এই ম্যাচে জিততে হলে আমাদেরকে গত দুই ম্যাচে যেমন খেলেছি, তার চেয়ে অনেক ভালো খেলতে হবে। কারণ এই সিরিজে আমাদের চেয়ে বাংলাদেশ অনেক ভালো খেলেছে। আমাদেরকে তাদের চেয়েও ভালো খেলতে হবে।

' বাংলাদেশের আবহাওয়াটা যেন পছন্দ হচ্ছে না নিউজিল্যান্ডের। তাই তো সফরে দুই টেস্ট ও দুই ওয়ানডেতে দেখার মতো কোনো পারফরম্যান্স করতে পারেনি তারা। এই পর্যন্ত দুই সিরিজে দুই দুটি হ্যাটট্রিক করেছে বাংলাদেশের দুই বোলার সোহাগ গাজী (টেস্টে) ও রুবেল হোসেন (ওয়ানডে)। অথচ কিউই বোলাররা নিজেদের খোলস থেকেই যেন বের হতে পারছেন না। ব্যাটসম্যানদের অবস্থা তো আরও করুণ! তারপরেও হারের জন্য কন্ডিশনকে দায়ী করেননি টেলর।

'এখন পর্যন্ত এই সিরিজে আমরা ভালো করতে পারিনি। যদিও বোলিং বেশ ভালো হয়েছে। কিন্তু আমরা ৫০ ওভারে ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। এই সিরিজে আমরা আমাদের স্বাভাবিক ফিল্ডিংও প্রদর্শন করতে পারিনি। ব্যাটিংয়ে আমাদের পার্টনারশিপ ভালো হয়নি।

'

নিউজিল্যান্ড দলের অধিকাংশ ক্রিকেটারই তরুণ। কয়েকজন ছাড়া বাকি সবাই উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে পরিচিত নন। তারপরও তাদের পারফরম্যান্স নিয়ে আত্দবিশ্বাসী টেলর। 'তারা বয়সে তরুণ। তারপরেও ভালোই করছে।

' জ্যাকব ওরামের পর নিউজিল্যান্ডে সেই মানের আর কোনো অলরাউন্ডারই আসেনি। তবে কোরি অ্যান্ডারসন ও জিমি নিশামকে নিয়ে আশাবাদী কিউই এই মারকুটে ব্যাটসম্যান। টেলর বলেন, 'জ্যাকব ওরামের অবসরের পর আমরা এই প্রথম ভালো মানের অলরাউন্ডার পেয়েছি। কোরি অ্যান্ডারসন এবং জিমি নিশাম দুজনই ভালো বোলার এবং ব্যাটসম্যান। আশা করি, তারা এ ম্যাচেও ভালো করবে।

'

নিজেদের পারফরম্যান্স নিয়ে টেলর হতাশা প্রকাশ করলেও বাংলাদেশের খেলার প্রশংসা করেছেন তিনি। তবে শেষ ম্যাচে জিতে ভেঙে যাওয়া মানসিকতাকে কিছুটা হলেও যেন প্রলেপ দিতে চান টেলর। 'যেকোনো পরাজয়ই হতাশার। তবে বাংলাদেশ যেভাবে খেলছে শ্রদ্ধা না করে উপায় নেই। র্যাঙ্কিংয়ে তারা আমাদের নিচে কিন্তু গত কয়েক ম্যাচে আমাদের চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলেছে।

যদি আমরা কাল ভালো করতে পারি সেটা শ্রীলঙ্কা সফরে আত্দবিশ্বাসকে বাড়িয়ে দেবে। '

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।