আমাদের কথা খুঁজে নিন

   

বাজারে স্যামসাংয়ের অ্যান্ড্রয়েড ফ্লিপ ফোন

চীনের মোবাইল বাজারে প্রচুর বিলাসবহুল ক্ল্যামশেল বা ফ্লিপ ফোনের চাহিদা। সেটি মেটাতে চায়না টেলিকম ও স্যামসাং আবারো বাজারে এনেছে নতুন মডেলের একটি ক্ল্যামশেল স্মার্টফোন , স্যামসাং এসসিএইচ-ডব্লিউ২০১৪।

মোবাইল ফোনটিতে অ্যান্ড্রয়েড ৪.৩, ২.৩ গিগাহার্য গতির কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর, ২ গিগা র্যাম, ছবি তোলার জন্যে পেছনে ১৩-মেগাপিক্সেল এবং সামনের স্ক্রিনের ওপর ভিডিও কলের জন্যে ২-মেগাপিক্সেল ক্যামেরা এবং মেমরি-কার্ড স্লট ছাড়াও ৩২গিগাবাইট বিল্ট-ইন মেমরি। সিডিএমএ এবং জিএসএম দুটোই ব্যাবহার করা যাবে এটিতে, সিম স্লট ও থাকছে দুইটি।

এছাড়াও ফোনটিতে ৩.৭ ইন্চি ৮০০ x ৪৮০ পিক্সেল রেজুলেশনের সুপার-অ্যামোলেড ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে, সাথে থাকছে ১৯০০ এমএএইচ ধারণক্ষমতার রিমুভেবল ব্যাটারি।

উল্লেখ্য, ক্ল্যামশেল স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬৪০ মার্কিন ডলার।

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.