আমাদের কথা খুঁজে নিন

   

গরুর বাজারে।



গরুর দালাল বলতেছে,মামু আপনি এটা লিয়ে নেন। হামি বুইলছি ইরকম দুধাবাল বলদ আপনে পুরা বাজারে দুইটা পাবেন না। ইটা হামাদের চাঁপাইয়ের(চাঁপাই নবাবগঞ্জ) সলিড গরু। আরে রাখো তোমার সলিড গরু। গরু তো দেখতেছি ঝিমাইতেছে।

শ্বাস-প্রশ্বাসও তো খুব লম্বা লম্বা করে নিতেছে। সত্যি করে বলোতো,এটারে কি তোমরা ইঞ্জেকসন টিঞ্জেকসন দিছোনি কোন?আমার তো মনে লাগে,এটারে বাজার থেকে নিতে রাস্তায়ই মরতে পারে। মামা,ইগলান কি বলেন,হামি গ্যারান্টি দিলাম এর। লম্বা রাস্তায় জার্নিতে গরু হয়রান,অন্য কিছু লয়। এর পর কিছুমিছু হলে আল্লার কিরে আপনাকে হামার বিবি দিয়ে দিবো,আপনি লিয়ে লিবেন।

মিয়া,আর কোন খেয়ে দেয়ে কাম নাই। এমনিতেই তো টাকা দিয়ে গরু কিনে সেই গরু মারা গেলে আমার বিবি আমার জীবন বরবাদ করে দেবে,তার উপর তোমার বিবিরে নিয়ে হাজির হলেতো ঐ মরা গরুর সাথে আমারে কবর দিয়ে দিবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।