আমাদের কথা খুঁজে নিন

   

জয়ের কঠোর সমালোচনা বিএনপির সাংসদদের

টানা ৬০ ঘণ্টা হরতালের সমর্থনে আজ সোমবার সকালে সংসদ ভবন এলাকায় মিছিল করেছেন বিএনপির সাংসদেরা। মিছিল শেষে এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কঠোর সমালোচনা করেন তাঁরা।

সকাল নয়টার দিকে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেন বিএনপির ১২ জন সাংসদ। এতে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, ভিপি জয়নাল, মাহবুব উদ্দিন, সৈয়দা আসিফা আশরাফি, হাফিজুর রহমান প্রমুখ যোগ দেন।

মিছিল শেষে পূর্ব টানেলে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন এই সাংসদেরা।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের কঠোর সমালোচনা করেন।

জয়ের কঠোর সমালোচনা করে সাংসদ শাম্মী আখতার বলেন, ‘শেখ হাসিনা নিজে পারছেন না। তাই তাঁর ছেলেকে ভাড়া করে এনেছেন। ও-ই প্রলাপ বকছেন প্রতিদিন। মানুষ মারার পরিকল্পনা করছেন।

আসিফা আশরাফিও জয়ের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘জয়কে দিয়ে ডিজিটাল বাংলাদেশ হবে না। আওয়ামী লীগ নির্বাচিত সরকার না। এরা মইনুদ্দীন-ফখরুদ্দিনের নির্ধারিত সরকার; যা জগদ্দল পাথরের মতো চেপে আছে। ’

বগুড়ার সাংসদ হাফিজুর রহমান বলেন, ‘শেখ হাসিনা তাঁর ছেলে জয়কে ভোট ভিক্ষার জন্য নামাচ্ছেন।

তবে শেখ হাসিনার পরিণতি তাঁর বাবার চেয়েও করুণ হবে। ’

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘সংবিধান পরিবর্তন করেছেন। এ সংবিধান আবার পরিবর্তন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ করুন। সজীব ওয়াজেদ জয়কে আমরা রাজনীতিতে স্বাগত জানাই। তবে হরতালে ৪০ জন মানুষ মারা যাবে—এমন আগাম কথা তাঁর মুখে শোভা পায় না।

’ তিনি বলেন, সামনে আরও কঠোর কর্মসূচি আসবে। তাই সংকট নিরসন প্রয়োজন।

আগামীকাল মঙ্গলবার হরতালের সমর্থনে আবারও সংসদ ভবন এলাকায় মিছিল করার ঘোষণা দিয়েছেন বিএনপিদলীয় এই সাংসদেরা।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.