আমাদের কথা খুঁজে নিন

   

জয়ের পথে নিউজিল্যান্ড

প্রথম দুই সেশন দেখে মনে হচ্ছিল নিষ্প্রাণ ড্র-র দিকেই এগিয়ে যাচ্ছে হ্যামিল্টন টেস্ট। কিন্তু তৃতীয় দিনের শেষ সেশনেই যেন টেস্ট ক্রিকেট তার রহস্য নিয়ে আবির্ভূত হলো। এক সেশনেই বদলে গেল খেলার গতিপথ। প্রথম ইনিংসে কিউইদের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১০৩ রানেই অলআউট হয়ে যায়। বোলাদের দুরন্তপনায় জয় যেন হাতের মুঠোয় চলে আসে নিউজিল্যান্ডের।

আর চতুর্থ দিনে জয়ের জন্য তাদের টার্গেট মাত্র ১১৬ রান। অক্ষত রয়েছে সবগুলো উইকেট। স্বাগতিকদের জয়টা এখন সময়ের ব্যাপার মাত্র।

কালকের দিনটি ছিল বোলারদের। একদিনে মোট ১৭ উইকেটের পতন ঘটেছে।

তবে বোলারদের দিনেও হেসেছে রস টেলরের ব্যাট। ১৩১ রানের দুর্দান্ত এক সেঞ্চুরি কিউই এই ব্যাটসম্যান তার দলকে এনে দিয়েছেন লড়াকু এক স্কোর। তাছাড়া নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে টানা তৃতীয় টেস্টে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন তিনি। আর তিন সেঞ্চুরিই এই সিরিজে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচেই করেছেন ডাবল সেঞ্চুরি।

তারপর দুই দুটি সেঞ্চুরি। পুরো সিরিজটাই যেন নিজের করে নিয়েছেন টেলর। কিউই সাবেক অধিনায়কের দাপুটে ব্যাটিংয়ে কাল নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৩৪৯ রানে। সুনীল রানাইন একাই নিয়েছেন ছয় উইকেট। প্রথম ইনিংসে ১৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে ওয়েস্ট ইন্ডিজ।

কিন্তু মাত্র ১৩ রানের মধ্যে টপ অর্ডারের তিন তিনজন ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত এই বিপর্যয় আর কাটিয়ে উঠতে পারেনি তারা। অলআউট হয়ে যায় মাত্র ১০৩ রানেই। শেষ তিন উইকেট হারিয়ে দলীয় খাতায় কোনো রানই যোগ করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ২৩ রানে চার উইকেট নিয়ে ক্যারিবীয়দের মেরুদণ্ডই ভেঙে দিয়েছেন ট্রেন্ট বোল্ট।

তিন উইকেট পেয়েছেন টিম সাউদি। উইকেট তিনটিই পেয়েছেন শেষ ওভারে। প্রথম ইনিংসে ৩৬৭ রানের পর দ্বিতীয় ইনিংসে ১০৩। শেষ বিকালে ১২২ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ২ ওভারে বিনা উইকেটে ৬ রান করেছে নিউজিল্যান্ড। তিন ম্যাচের সিরিজে ইতোমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ব্রান্ডন ম্যাককালামের দল।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.