আমাদের কথা খুঁজে নিন

   

প্যারিস মাস্টার্সের শিরোপা জোকোভিচের

গত মাসের শুরুতে ১৩টি গ্র্যান্ড স্লামের মালিক রাফায়েল নাদালের কাছে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছিলেন সার্বিয়ান তারকা জোকোভিচ। পরদিনই অবশ্য চায়না ওপেনের ফাইনালে নাদালকে হারিয়ে প্রতিশোধ নেন ছয়টি গ্র্যান্ড স্লামের মালিক জোকোভিচ।
তার পরের সপ্তাহে জয় করেন সাংহাই মাস্টার্সের শিরোপা। আর রোববার প্যারিসে ক্যারিয়ারে ৪০তম শিরোপা জয় উদযাপন করলেন টানা তিনবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ী জোকোভিচ।
৩০ দিনের মধ্যে তিনটি শিরোপা জিততে পেরে দারুণ খুশি জোকোভিচ বলেন, ‍“গ্রীষ্মে আমার পারফরমেন্সের বেশ উত্থান পতন ছিল।

কিন্তু এখন আবারো আমি সেরা ফর্মে ফিরে এসেছি। অনেক আত্মবিশ্বাসও ফিরে পেয়েছি। ”
দারুণ সাফল্যের বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মঙ্গলবার থেকে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামছেন ২৬ বছর বয়সী জোকোভিচ। টুর্নামেন্টটি অবশ্য শুরু হচ্ছে সোমবার থেকে।
সাফল্যের শীর্ষে থেকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধারের ক্ষীণ একটা সম্ভাবনাও থাকছে জোকোভিচের।

লন্ডনে শুরু হতে যাওয়া বছরের শেষ এটিপি টুর্নামেন্টে শিরোপা জয়ের পাশাপাশি ঘরের মাটিতে দেশের হয়ে ডেভিস কাপের ফাইনালে জিতলে শীর্ষে থেকে বছর শেষ করার সম্ভাবনা থাকছে তার।
কিন্তু লন্ডনে মাত্র দুটি ম্যাচ জিতলেই নাদালের শীর্ষে থাকাটা নিশ্চিত হয়ে যাবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।