আমাদের কথা খুঁজে নিন

   

‘স্যাভিল’র যৌন নিপীড়নের শিকার দুই শতাধিক’

আমি একজন সাধারণ মানুষ। তারপরও আমার খুবই শখ আকাশে উড়ার। তাই আকাশকে বন্ধু বানিয়ে রেখেছি। বন্ধু যখনই যাক দিবে তখনই আকাশে উড়ে যাবো। তাই সর্বদা আকাশ পানে তাকিয়ে থাকি।

খবর > বিশ্ব > ‘স্যাভিল’র যৌন নিপীড়নের শিকার দুই শতাধিক’ ‘স্যাভিল’র যৌন নিপীড়নের শিকার দুই শতাধিক’ . রয়টার্স Published: 11 January 2013 08:41 PM Updated: 11 January 2013 09:20 PM 1 / 1 প্রয়াত ব্রিটিশ টেলিভিশন উপস্থাপক জিমি স্যাভিল ছয় দশক ধরে দুই শতাধিক ব্যক্তিকে যৌন নিপীড়ন করেছেন। 515 0 0 Print Friendly and PDF পুলিশের তৈরি এক প্রতিবেদনে রোববার জানা গেছে, তিনি বিবিসি ও স্বেচ্ছাসেবক হিসাবে বিভিন্ন হাসপাতালগুলোতে কাজ করার সময় এসব নিপীড়নের ঘটনা ঘটিয়েছেন। স্যভিলের হাতে নিপীড়িতদের মধ্যে ৭৩ শতাংশের বয়স ১৮ বছরের নিচে এবং ৮২ শতাংশ নারী। আর সর্বোচ্চ ৪৭ ও সর্বনিম্ন ৮ বছরের শিশুও নিপীড়িত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। কমান্ডার পিটার স্পিন্ডলার সাংবাদিকদের বলেছেন, “স্যাভিলের অপরাধের বিশদ প্রমাণ আছে, তিনি শিকারি ও সুযোগসন্ধানী”।

১৯৭০ ও ৮০’র দশকের বিবিসির বড় তারকাদের একজন স্যাভিল দরিদ্র-সেবার জন্য ব্রিটেনের রানীর কাছ থেকে নাইট উপাধি পান। ২০১১ সালে তিনি মারা যান। তিন মাস আগে একটি টেলিভিশন ডকুমেন্টারিতে তার বিরূদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর গোয়েন্দারা এ বিষয়ে তদন্ত শুরু করে। শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী, তিনি দেশজুড়ে ৩৪টি ধর্ষণসহ ২১৪টি যৌন অপরাধমূলক কাজ করেছেন। স্যাভিল প্রথম ১৯৫৫ সালে উত্তরাঞ্চলীয় ম্যানচেস্টার শহরে এবং সর্বশেষ ২০০৯ সালে যৌন নিপীড়নের ঘটনা ঘটিয়েছেন বলে ওই প্রতিবেদন থেকে জানা গেছে।

১৯৬৫ সাল থেকে তিনি বিবিসি’তে যৌন নিপীড়ন শুরু করেন এবং সর্বশেষ নিপীড়নটি করেছেন ২০০৬ সালে ‘টপ অব দ্যা পপস’ নামক জনপ্রিয় সাপ্তাহিক সঙ্গীত বিষয়ক অনুষ্ঠানটিতে। প্রতিবেদনে বলা হয়েছে, “এ ব্যাপারটি এখন পরিস্কার স্যাভিল সাধারণের চক্ষু ফাঁকি দিয়েছেন এবং ছয় দশক ধরে তিনি তারকা খ্যাতি কাজে লাগিয়ে এবং তহবিল গঠন কার্যক্রমের মাধ্যমে দুস্থ মানুষদের মধ্যে নিজের অনিয়ন্ত্রিত প্রবেশাধিকার তৈরি করেছেন। ” স্যাভিলের বিরূদ্ধে এসব যৌন নিপীড়নের তথ্য ফাঁসের পর বিবিসি’তে কয়েক সপ্তাহ ধরে বিশৃঙ্খলা দেখা দেয় যাতে দাযিত্ব নেয়ার ৫৪ দিনের মাথায় গত বছরের ১১ নভেম্বর পদত্যাগ করেন ব্রিটিশ সংবাদমাধ্যমটির মহাপরিচালক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.