আমাদের কথা খুঁজে নিন

   

বাজারে এসেছে নেক্সাস ৫

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নেক্সাস ৫ স্মার্টফোনে অপারেটিং সিস্টেম (ওএস) হিসেবে অ্যান্ড্রয়েড ওএস-এর সর্বশেষ সংস্করণ ‘অ্যান্ড্রয়েড কিটক্যাট’ ব্যবহৃত হয়েছে।
ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা এলজি নির্মিত নেক্সাস ৪-এর চেয়েও নেক্সাস ৫ স্মার্টফোন ছোট, চিকন এবং হালকা। তবে এর টাচস্ক্রিন নেক্সাস ৪-এর তুলনায় বড়। স্মার্টফোনটির টাচস্ক্রিনের আকার ৪.৯৬ ইঞ্চি।
স্মার্টফোনটি ১০৮০পি রেজুলিউশনে এইচডি ভিডিও রেকর্ড করতে পারবে এবং এতে একই রেজুলিউশনের ভিডিও দেখা যাবে।

নেক্সাস ৫-এর ক্যামেরাতে ব্যবহৃত হয়েছে র‌্যাপিড বার্স্ট সিস্টেম। যার মাধ্যমে দ্রুত কয়েকটি ছবি তোলা সম্ভব হবে। ফলে ব্যবহারকারী তার মধ্য থেকে পছন্দের ছবি বেছে নিতে পারবেন।
স্মার্টফোনটি নভেম্বরের এক তারিখে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইটালি, জাপান এবং কোরিয়ার বাজারে এসেছে বলে জানিয়েছে বিবিসি।
গুগল জানিয়েছে, ১৬ গিগাবাইট নেক্সাস ৫ সংস্করণটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে যথাক্রমে ৩৪৯ ডলার এবং ২৯৯ ইউরোতে পাওয়া যাবে।

স্মার্টফোনটির ৩২ গিগাবাইট সংস্করণের দাম যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে যথাক্রমে ৩৩৯ ইউরো ও ৩৯৯ ডলার নির্ধারণ করা হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.