আমাদের কথা খুঁজে নিন

   

ড্রোন হামলা বন্ধ না হলে ন্যাটোর রসদ বন্ধ: ইমরান

পাকিস্তানে মার্কিন ড্রোন হামলা বন্ধ না হলে ২০ নভেম্বর থেকে খাইবার পাখতুনখাওয়া অঞ্চল দিয়ে আফগানিস্তানে ন্যাটোর রসদ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির আলোচিত রাজনীতিবিদ ইমরান খান।
বার্তা সংস্থা পিটিআই প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গতকাল সোমবার পাকিস্তানের জাতীয় পরিষদে দেওয়া ভাষণে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান।
ইমরান বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই পাকিস্তানের ভূখণ্ডে বোমা হামলা বন্ধ করতে হবে। ড্রোন হামলা বন্ধে আমেরিকাকে চাপ দিতে সরকার যদি ব্যর্থ হয়, তবে ২০ নভেম্বর থেকে ন্যাটোর রসদ সরবরাহের পথ বিচ্ছিন্ন করা হবে।
খাইবার পাখতুনখাওয়ায় সরকারে রয়েছে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দল।

প্রদেশটির একটি পথ দিয়ে আফগানিস্তানে দায়িত্ব পালনরত ন্যাটোর রসদ সরবরাহ করা হয়। এই পথ বন্ধ করে দেওয়া হলে তা ন্যাটোর জন্য বিপদ ডেকে আনবে।
ইমরান খান বলেন, শান্তি আলোচনা শুরু করার আগে ড্রোন হামলা চালিয়ে পাকিস্তান তালেবানের প্রধান হাকিমুল্লাহ মেহসুদকে হত্যার ঘটনা এটাই প্রমাণ করে, এই দেশে শান্তি চায় না আমেরিকা।
গত শুক্রবার পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন হামলায় মেহসুদ ও তাঁর কয়েক সহযোগী নিহত হন। পাকিস্তান সরকার ড্রোন হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।