আমাদের কথা খুঁজে নিন

   

Article Writing নিয়ে সমস্যা!



সকলকে সালাম জানাচ্ছি। যারা freelance writer হিসেবে কাজ করেন বা করেছেন আমাকে একটু সাহায্য করবেন Please ! আমি কিছু Article এর কাজ করেছি Odesk.com এর ২/১ টা Project এর জন্য। Research করে ৫০০ শব্দের Article টাইপ করে লিখতে আমার বেশ সময় লাগছে (প্রায় ২ ঘ্নটা,যদি uncommon বিষয় হয় )। তার উপর যখন খেটেখুটে নিজের মতো মানে নিজের ভাষায় একটা লিখে কোন Software দিয়ে plagiarism check করে পাঠালাম ।কিছউখখন পর বায়ার বলছে plagiarism আছে।আবার change কিছু কর ও লিখ। এখন আমি যদি Software দিয়ে রিরাইট করি এবং আমি নিজে গ্রামার , শব্দ ও বাক্য ঠিক করে দেই, তাহলে কি কোন সমস্যা হতে পারে? Plagiarism check করার জন্য খুব ভাল একটা Software বা সাইট জানা থাকলে প্লিজ জানাবেন। একটু হেল্প করেন প্লিজ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।