আমাদের কথা খুঁজে নিন

   

কঙ্গো বিদ্রোহের অবসান

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর এম টুয়েনটি-থ্রি বিদ্রোহী গোষ্ঠী আজ মঙ্গলবার তাদের বিদ্রোহের সমাপ্তি ঘোষণা করেছে এবং নিজেরা অস্ত্র সমর্পণে প্রস্তুত বলে জানিয়েছে। ২০ মাস ধরে এ গোষ্ঠীটি বিদ্রোহ করে আসছিল।

দলটি জানিয়েছে, তারা তাদের দল ভেঙে দিতে এবং সমস্যার রাজনৈতিক সমাধানে সবকিছু করতে প্রস্তুত।

আজ সকালে দেশটির সেনাবাহিনী বিদ্রোহীদের শেষ দুটি ঘাঁটি দখল করে নেওয়ার পর বিদ্রোহীরা অস্ত্র সমর্পণে রাজি হয়।

দলটিকে তাদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে ত্যাগ করে দেশটির প্রেসিডেন্ট জোসেফ কাবিলার সরকারের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর করতে অনুরোধ করেছে আফ্রিকার বিভিন্ন দেশের নেতারা।

এম টুয়েন্টি-থ্রি দলটির নেতা বারট্রান্ড বিসিম্বা এক বিবৃতিতে বলেন, ‘সেনাপ্রধান ও সব অধিনায়ককে অনুরোধ করা হয়েছে অস্ত্রত্যাগ, দল ভেঙে দেওয়া ও অসংগঠিত হওয়ার জন্য প্রস্তুত থাকতে। কঙ্গোর সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে সব নির্ধারণ করা হবে।’

কঙ্গো সরকারের মুখপাত্র লরেন্ট মেন্দে বলেন, সরকারি সেনারা শানজু ও রুনয়োনিতে স্থাপিত বিদ্রোহীদের শক্তিশালী দুটি ঘাঁটি দখল করে নেওয়ার পর অনেক বিদ্রোহী সেনা অস্ত্রসমপর্ণ করেছেন। তিনি বলেন, সরকার শান্তি আলোচনায় রাজি।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।