আমাদের কথা খুঁজে নিন

   

আরে, বুঝেন না! সারাদিন টিপি'



ইন্ডিয়ার মতবিশাল জনগোস্ঠীর দেশের ভালো জিনিস কি কি আছে? আমার মতে এরা সাহিত্য, কলায়,ফিল্ম ইনডাস্ট্রীতে, টুরিস্টদের জন্য এবং কম্পুইটিং সফ্ট্য়্যার এর জন্য আমাদের চেয়ে ভালো। এদের আর ভালো কিছু নেই, এরা মানুষও ভালো না। এর প্রতিবেশী যতগুলো দেশ আছে কারো সাথে এদের সম্পর্ক ভালো নেই। একমাত্র দেশীয় গগুটিকয়েক কিছু দালাল ছাড়া এদের প্রতিবেশী দেসগুলোর জনগোস্ঠীর বিশাল অংশ দারূণ ঘৃণাভরে দেখে। কারন হয়ত এদের অনাকাংখিত উৎপাতে অতিস্ঠ।

বাংলাদেশের প্রিন্ট মিডিয়া, টিভি রেডিও, ব্যাংকিং সেক্টরে ভারতীয়দের উৎপাতের পাশাপাশি হালে গার্মেন্টস সেক্টরটা দখল করে মামদোবাজী করছে। শপিংএ গেলে আগে মেইড ইন ইন্ডিয়ার চেয়ে মেইড ইন বাংলাদেশ ট্যাগ বেশী নজরে পড়ত, এখন উল্টোটা হচ্ছে। মিজাজ খারাপ করার ব্যাপার হলো মেইড ইন পাকিস্তান ইদানিং চোখে পড়ে যা দেখতামই না আগে। গত দু'তিনদিন ধরে দেখতেছি সামুতে ওখানকার নাগরিকরা আমাদের বাংলাদেশর ব্যাপারে নানা পর্যালোচনা করছেন ভাবটা এমন উনারা খুবই উদ্বিগ্ন, দারুন টেনশান তাদের !!কই যাই!! এব্যাপারে একবন্ধুর সাথে আলাপ করছিলাম। তার অবশ্য এসবে বিকার নেই, কিন্তু ঘটনা আরো ভয়াবহ।

ও বলে 'আরে ধুর, ইন্ডিয়া এখন আমার হাতের মুঠোয়'। 'কেন কি অইছে?' 'নতুন এক্টা গার্লফ্রেন্ড পাইছি, ইন্ডিয়ান, ঢাকায় থাকে, ভিকারুন্নিসায় পড়ে'। 'তো হাতের মুঠোয় থাকার মানে কি?' 'আরে বুঝেন না!!! সারাদিন টিপি' ..।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।