আমাদের কথা খুঁজে নিন

   

মজার খেলা চোখ টিপ বা কিলু (আসুন একটু চোখ টিপা টিপি খেলা শিক্ষি)

এই খেলাটা অনেক মজার একটা খেলা । ৪ জন বা তার অধিক হলে এই খেলাটা খেলা যায় । প্রথমে মনে হতে পারে বাচ্ছাদের খেলা কিন্তু এটা অনেক অনেক অনেক মজার । প্রথমে ছোট ছোট কাগজের টুকরার মধ্যে ভিবিন্ন সংখ্যা লিখতে হবে । ৫ জন খেল্লে ৫টা কাগজ / ৬ জন খেল্লে ৬ টা কাগজ লাগবে এবং এইভাবে যতজন লেখবে ততটা কাগজ লাগবে ।

ধরি ৬ জন খেলবে । প্রতিটা কাগজে একটা সংখ্যা যেমন প্রথম কার্ডে ১ , দুই নাম্বার কার্ডে ২ , তৃতীয় কার্ডে ৩ , চার নাম্বার কার্ডে ৪ , পাঁচ নাম্বার কার্ডে ৫ এবং ৬ নাম্বার কার্ডে ১০ লিখতে হবে । অর্থাত্‍ শেষ কার্ডে ১০ লিখতে হবে । এটা ভিবিন্ন নাম দিয়েও লেখা যায় । তবে সে ক্ষেত্রে একটা কার্ডে লিখতে হবে "কিলু" ।

এইবার একটা বড় কাগজে সবার নাম লিখতে হবে রুল করে । খেলার পদ্বতি : ১.প্রথমে মোট ৬ জন গোল হয়ে বসবে । ২.এইবার কার্ড গুলো ভাজ করতে হবে যেন ভিতরের লেখা গুলো না দেখা যায় । ৩.সব গুলা কার্ড একসাথে করে ফেলতে হবে । ৪.সবাই একটা একটা কার্ড তুলে নিবে ।

৫.সবাই নিজ নিজ কার্ড লুকিয়ে দেখবে যেন অন্য কেউ না দেখতে পারে । ৬.কার্ড দেখা হলে এক এক জন এক এক জনের মুখের দিকে তাঁকাবে কিন্তু কোন কথা বলবেনা কেউ । ৭.যার কাছে ১০ লেখা কার্ডটা পড়বে সে অন্য পাঁচ জনের যে কোন এক জনকে চোখ টিপ দিবে যাতে বাঁকি ৪ জন না দেখতে পায় বা না বুঝতে পারে । ৮.যাকে চোখ টিপ দিবে সে বলবে যে "আমি শেষ" ৯.এরপরে আর যারা বাঁকি আছে তারা বলবে যে কার্ডটা কার কাছে আছে । ১০.যারা বলতে পারবে তারা প্রত্যেকজন ১০ করে পাবে ।

১১.আর যারা বলতে পারবেনা তারা শূন্য পাবে । ১২.সবাই যদি বলতে পারে তাহলে যার কাছে ১০ নাম্বার কার্ডটা ছিলো সে শূন্য পাবে । ১৩.আর যাকে চোখ টিপ দেওয়া হয়েছে সে সবার শেষে বলবে যে কার্ডটা কার কাছে আছে । ১৪.এর পরে যার যার নাম্বার বড় খাতাটার মধ্যে লিখতে হবে । ১৫.এইভাবে বার বার খেলতে হবে ।

১৬.শেষে যার যার নাম্বার যোগ করতে হবে । ১৭.যে বেশী নাম্বার পাবে সে প্রথম হবে । (এই খেলা অনেকজন মিলে খেলতে পারে । যদি ১০ জন এর বেশী হয় সে ক্ষেত্রে অন্য একটা সংখ্যাকে লিখতে হবে যেটা মোট খেলোয়ারের সংখ্যার থেকে বেশী । ) শীতকালে এটা খেলতে অনেক মজা ।

কম্বলের তলে বা লেপের তলে বসে এই খেলা খেলা যায় । চোখ টিপ দিতে গিয়ে দেখবেন আবার প্রেমিক প্রেমিকার চোখটিপ ভাববেন না ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.