আমাদের কথা খুঁজে নিন

   

মোহামেডানে দুই ডাচ ফুটবলার

এই দুই ফুটবলার হলেন শেভেলো ডি রিজব ও মেলভিন গ্রুটফাম। শেভেলো স্ট্রাইকার, মেলভিন খেলেন প্লে-মেকার হিসেবে। মঙ্গলবার ভোরে ঢাকায় আসার পর বিকেলে ক্লাব প্রাঙ্গণে হালকা অনুশীলন করেন দুজনে। তিন দিন অনুশীলন দেখার পর পছন্দ হলে তাদের সঙ্গে চুক্তি করবে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। অনুশীলন শেষে ডি রিজব বলেন, “বাংলাদেশের ফুটবল সম্পর্কে আমাদের তেমন ধারণা নেই।

শুধু শুনেছি ফুটবল এখানে মোটামুটি জনপ্রিয়। জাতীয় দলকে নিয়ে দুজন ডাচ কোচের কাজ করার কথাও জানি। ” ২০০৮ সালে নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২১ জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছিলেন শেভেলো। তবে এখন তার কোনো ক্লাব নেই। এই দুজনসহ মোহামেডানে এখন পাঁচ জন বিদেশি ফুটবলার।

বাকি তিন জন হলেন ক্যামেরুনের বাইবেক এবং দুই নাইজেরীয় কাদেরি ও সিসে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।