আমাদের কথা খুঁজে নিন

   

মাইক্রোস্কপে আজিব ছবি.....



কি আজিব দুনিয়া.......... আমরা কত কিছু সাথে নিয়ে ঘুরি কিন্তু দেখতে পারি না........ আজ আপনাদের দেখাব কিছু অন্যরকম ছবি..... এটা আমাদের ব্রেনের ছবি..... কোন এক ব্যাডার অপারেশনের সময় এই ছবি তোলা হয়........ (ক্যামেরাম্যান বড়ই আজিব...... অপারেশনের সময় কি রকম একটা ছবি তুলছে!!!) লবন এবং শুকনা মরিচ...... খাইতে খারাপ না দেখতে বড়ই সৌন্দর্য..... এইডার কামড়েই আমগো সাকিব ভাই হাসপাতালে .... জী এইটা মশার মাথা এইডারে নিয়া আমার টেনশন নাই....... ক্যামনে ঝুইলা রইছে উকুন ডা... ভাইবেন না এইটা মঙ্গল গ্রহের ছবি দিছি...... এইটা হইলো ইস্পাত/স্টীল এর ভেতর খুবই সুক্ষ ফাটল.... কি সুন্দর রং-বেরং এর খেলনা!!!! ........ কিন্তু না, এই গুলা হইলো গৃহস্থালী ধুলোময়লা.......... (মানে আমগো টেবিলের উপরেই এইগুলা পইরা আছে... কিন্তু দেখতাছিনা ) সুই আর সুতা........... কি দারুন!! লেটুস পাতার উপর E.coli ব্যাকটেরিয়া.... দারি/মোচ ক্ষুর/রেজার দিয়ে কাটা (বামে) এবং ইলেকট্রিক শেভার (ডানে) কোন এক পতঙ্গের/মথের ডানা... এইডা আমগো সবার প্রিয়.............. কলার খোসা হাঙ্গর মাছের চামড়া!!! (বামে) এবং একটি মাছির পা (ডানে) ভয় পাইছি........ এইডা মাছির লার্ভা উদ্ভিদ কোষে সবুজ ক্লোরোপেষ্ট..... আনারসের পাতা....... দেইখা মনে হয় ফুলের বাগান রোদে শুকানোর পর..... টমেটো এইটা একটা গেকো/গিরগিটির পা......... দেখতে সুন্দর... একটা মশার পেটের অংশ.... একটি ফল গাছের উপর অজ্ঞাত প্রজাতির প্রজাপতির ডিম..... দেখতে ভালই, চল্লিশ চোরের তেলের ডিব্বার কথা মনে পরতাছে জোরা ট্রান্সজেনিক ইঁদুরের ভ্রূণ, ১৮ দিনের.... এইটারে আমরা সবাই দেখি...... আশপাশ দিয়াই ঘোরাঘুরি করে.... একটা কমন মাছি.... সবগুলোই মাইক্রোস্কপে তোলা............ ভালো লাগলে জানাবেন.............. ছবি গুলান গুগল মামুর কাছ থেকে........... আর ডায়লগ মুই দিছি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.