আমাদের কথা খুঁজে নিন

   

বিডিআর বিদ্রোহ



২৬ ফেব্রুয়ারি, ২০০৯ হঠাৎ ঘুম ভাঙলো গুলির শব্দে জানালা খুলে বুঝলাম, সিলেট বিডিআর ক্যাম্প থেকেই আসছে এই শব্দ তরঙ্গ, কয়েক মিনিট পরপর কানের পর্দায় এসে কম্পন সৃষ্টি করে হদস্পন্দন বাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। গতকাল রাতে দেরি করে ঘুমিয়েছি, বিডিআর সদর দপ্তরের ঘটনা বারবার মনের মধ্যে তরঙ্গ তুলছিল। আমার হৃৎপিন্ড কেবল জিজ্ঞেস করছিল, ‍"আমাদের নিরাপত্তা কোথায়? এ দেশের নিরাপত্তা কোথায়? নিরাপত্তারক্ষীদের নিরাপত্তা কোথায়?" কিন্তু আমার হৃদয় কোন উত্তর দেয় না। এদেশে আর কতো রক্ত ঝরবে? হাজার বছর ধরে রক্ত ঝরে অবশেষে '৭১-এ তিরিশ লক্ষ আত্মার বিনিময়ে যে স্বাধীনতা এসেছে, আমারা তার কত ভাগ ভোগ করতে পারছি? আজ হিসেব করে বলুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সংবাদ সম্মেলন করে জনগণকে জানিয়ে দিন, কবে এদেশের মানুষ শতভাগ স্বাধীনতা পাবে; জানিয়ে দিন এদেশের মানুষ কবে প্রিয়জনের চোখে দু'ফোঁটা অশ্রু দেখে মরবে। ২ ফেব্রুয়ারি, ২০০৯ ৪০১২, দ্বিতীয় ছাত্র হল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.