আমাদের কথা খুঁজে নিন

   

বাংলার রাজনীতিতে "বাংলাওয়াশ"

আমিও একজন মানুষ, ঠিক আপনার মতই, , , , ,

"বাংলাদেশের রাজনীতিতে একটা "বাংলাওয়াশ" এর অতীব প্রয়োজন" বাঙ্গালি তো জেগে উঠার জাতি, দুঃসময়ে গর্জে উঠার জাতি, অন্ধকার এর ভেতরে মশাল জ্বালানো জাতি। ৫২,৬৬,৬৯,৭০ কিংবা ৭১ এ জেগে উঠেছিল এই বাঙ্গালি, তাই , , ---আজ বাংলা ভাষায় প্রান খুলে বলে যাই" বাংলা মা, ভালোবাসি তোমায়" ---লাল সবুজ গায়ে মেখে বলি "আমরা বাংলাদেশী, আমরা যুদ্ধ করে পরিচয় পাওয়া সেই বাঙ্গালি" ---বার বার ভেঙ্গে গিয়ে বলি "জ্বলে পুড়ে ছারখার, তবুও মাথা নোয়াবার নয়..." বাংলাদেশটাকে ফুটবল বানিয়ে সবাই খেলে যাচ্ছে, আমরা আজকের এই মেরুদণ্ডহীন বাংলার ভীতু সন্তানেরা নীরব দর্শকের মত খোলা মুক্ত স্বাধীন এই বাংলার আকাশের দিকে হতাশ নয়নে তাকিয়ে আছি। দেশের এই ক্রান্তিলগ্নে কবে সেই বিদ্রোহী কিন্তু সুপ্ত বাংলা চেতনা জেগে উঠবে???? এই সময় বঙ্গবন্ধু, জিয়া, ভাসানী, শেরেবাংলা, সোহরাওয়ার্দী এরা বেচে থাকলে কি বলতেন???? ওরাও কি ঘরের কোণে লুকিয়ে লুকিয়ে সোনালী বাংলাকে হেরে যেতে দিতেন???? আমি জানি বুঝি মানি, ১৫ কোটি হাত একবার মুষ্টিবদ্ধ হলে, পৃথিবী অবাক হয়ে তাকিয়ে থাকবে, , , ,চলেন, সময় হয়েছে এইবার,সব অন্যায়ের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ আপনাকেই করতে হবে , , , ***বাঙ্গালি, গর্জে উঠে আবারো, পেছনে ফেলে সামনে বাড়ো, জয় বাংলা বলে সামনে বাড়ো , , ,

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.