আমাদের কথা খুঁজে নিন

   

মঙ্গলপানে ছুটল ভারত

মঙ্গলের পথে যাত্রা শুরু করল ভারত। গতকাল বাংলাদেশ সময় বেলা ৩টা ৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন-ইসরোর 'সতীশ ধাওয়ান উৎক্ষেপণ কেন্দ্র' থেকে এ যাত্রা শুরু হয়। শুরুটা সফল বলেই জানিয়েছে ইসরো। ১ হাজার ৩৫০ কিলোগ্রাম ওজনের মঙ্গলযানটিকে নিয়ে ইসরোর ১৪৪ ফুট উচ্চতাবিশিষ্ট পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি)-এঙ্এলসি ২৫ রকেটটি পাড়ি দেয় মঙ্গলের উদ্দেশে, যার পোশাকি নাম 'মার্স অরবিটার মিশন'। ইসরোর এক মুখপাত্র জানিয়েছেন, উৎক্ষেপণের ৪০ মিনিটের মধ্যেই পৃথিবীর

কক্ষপথে পেঁৗছে যায় যানটি।

সেখানে ২৫ দিন পাক খাবে মঙ্গলযান, এরপর সেটি ৩০০ দিনের যাত্রা শুরু করবে মঙ্গল অভিমুখে। আশা করা হচ্ছে, আগামী বছরের ২৪ সেপ্টেম্বর মঙ্গলের কক্ষপথে পেঁৗছে যাবে যানটি। এ দীর্ঘ পথে সে পাড়ি দেবে ৪০ কোটি কিলোমিটার। মঙ্গল অভিযানে ভারতের ব্যয় হচ্ছে ৪৫০ কোটি রুপি। এ মিশনের নজরদারির ক্ষেত্রে কোনো ত্রুটি রাখা হয়নি বলে জানিয়েছে ইসরো।

ব্যাঙ্গালুরু, পোর্ট ব্লেয়ার ও ব্রুনেই থেকে পিএসএলভির গতিপথের দিকে নজর রাখা হবে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে জাহাজ থেকেও চলবে নজরদারি। এর আগে ২৮ অক্টোবর মঙ্গলযানের উৎক্ষেপণের দিন ঠিক হলেও খারাপ আবহাওয়ার কারণে তা পিছিয়ে যায়।

ভারতের মঙ্গলযানে রয়েছে অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জামের সঙ্গে দেশীয়ভাবে নির্মিত পাঁচটি বিশেষ সরঞ্জাম। এসব যন্ত্রপাতি ও সাজসরঞ্জাম খতিয়ে দেখবে মঙ্গলের পৃষ্ঠে মিথেন ও ডয়টেরিয়ামের অস্তিত্ব।

এ ছাড়াও আদিম প্রাণের কোনো লক্ষণ এবং পানি সেখানে রয়েছে কি না খুঁজে দেখবে তাও। মঙ্গল অভিযানে সাফল্য এলে মহাকাশ গবেষণার ক্ষেত্রে বিশ্বের হাতে গোনা অভিজাত গোষ্ঠীর মধ্যে স্থান করে নেবে ভারত।

প্রসঙ্গত, এর আগে মঙ্গলে যান পাঠানোর কৃতিত্ব রয়েছে আমেরিকা, রাশিয়া, ইউরোপিয়ান ইউনিয়নের। এ ক্ষেত্রে ভারতের মহাকাশ সংস্থা হবে বিশ্বের চতুর্থ সফল মহাকাশ গবেষণা সংস্থা। কারণ চীন ও জাপান মঙ্গলে অভিযান চালালেও তা সফল হয়নি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.