আমাদের কথা খুঁজে নিন

   

তবু সতর্ক টাইগাররা

শেষ ওভারে জয়ের জন্য দরকার ৩ রান। হাতে ৪ উইকেট। একেবারে মামুলি কাজ। এমন সমীকরণের প্রথম বলটি মিস করেন সোহাগ গাজী। ফতুল্লা স্টেডিয়ামের হাজার ১২ দর্শকের হার্টবিট বেড়ে যায় সঙ্গে সঙ্গে।

কিন্তু দ্বিতীয় বল আর মিস করেননি সোহাগ। পয়েন্টের উপর দিয়ে সীমানা ছাড়া করেন। বল সীমানার বাইরে আছড়ে পড়তেই দু'হাত উঁচিয়ে জয়ের আনন্দে মেতে উঠেন গ্যালারির দর্শক এবং পুরো জাতি। প্রথমবারের মতো কোনো দেশের বিপক্ষে তিনশ বা ততোধিক রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ডও গড়ে টাইগাররা। সে সঙ্গে তিন বছর পর আবারও নিউজিল্যান্ডকে বাংলাওয়াশের তিক্ত স্বাদ দেয় বাংলাদেশ।

আজ টি-২০ ম্যাচ দিয়েই শেষ হচ্ছে সিরিজ। টাইগার অধিনায়ক মুশফিক চাইছেন, সিরিজটা জয় দিয়েই শেষ করতে।

টেস্ট সিরিজে সমানে সমানে লড়াই। একপেশে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজে আধিপত্যের ধারাবাহিকতা রেখে বাংলাওয়াশ।

টেস্ট এবং ওয়ানডে সিরিজের আত্মবিশ্বাসের রসদকে পুঁজি করে আজ টি-২০ ম্যাচ খেলতে নামছেন মুশফিকরা। আত্মবিশ্বাসী মুশফিক আজ জিতেই শেষ করতে চান সিরিজ, 'আমাদের লক্ষ্য জয়। আশা করছি সিরিজের শেষটা যেন ভালো হয়। টেস্ট সিরিজ ড্র এবং ওয়ানডে সিরিজ জয়ের পর আমরা আত্মবিশ্বাসী। আগামীকালের (আজ) টি-২০ ম্যাচের জন্য আমরা সবাই প্রস্তুত।

সবচেয়ে বড় বিষয়, এই ম্যাচটা টি-২০ বিশ্বকাপের আগে। বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার অনেক বড় সুযোগ। আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে চাই পুরোপুরি। '

এখন পর্যন্ত ৩০টি টি-২০ ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয় সাকল্যে ৯টি।

বাকি ২১টিতেই হার। যার দুটি আবার নিউজিল্যান্ডের বিপক্ষে। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে টাইগাররা প্রথম টি-২০ ম্যাচ খেলেছিল ২০১০ সালে। সেবার মাত্র ৭৮ রানে গুটিয়ে গিয়েছিল হ্যামিল্টনে। হেরেছিল ১০ উইকেটে।

এরপর ২০১২ সালে টি-২০ বিশ্বকাপে হেরেছিল ৫৯ রানে। ওই ম্যাচে ব্ল্যাক ক্যাপস অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম খেলেছিলেন ১২৩ রানের টর্নেডো ইনিংস। যে ইনিংসে ভর করে ২০ ওভারে ৩ উইকেটে ১৯১ রান করেছিল নিউজিল্যান্ড। জবাবে বাংলাদেশের ইনিংস থেমেছিল ১৩২ রানে। নাসির খেলেছিলেন ৫০ রানের ইনিংস।

সেই নিউজিল্যান্ডের বিপক্ষে আজ আরও একটি টি-২০ ম্যাচ। আগের দুই ম্যাচের সঙ্গে এবার পার্থক্য ব্যাপক। আগের ম্যাচ দুটিতে টাইগাররা নেমেছিল আন্ডারডগ হয়ে। এবার খেলছে ফেবারিটের তকমা পড়ে। পারফরম্যান্সের বিচারে ফেবারিট, তারপরও সতর্ক টাইগার অধিনায়ক, 'এটা সত্যি, আগে টি-২০ ম্যাচে আমরা ভালো করতে পারিনি।

তবে এবার সবাই খুবই আত্মবিশ্বাসী। টি-২০ ক্রিকেটে যেটা খুবই জরুরি। আমার মনে হয় সেই ছন্দেই রয়েছে দল। তারপরও আমরা সতর্ক। কেননা নিউজিল্যান্ড শক্তিশালী দল।

তাদের রেকর্ডও ভালো। এছাড়া বাংলাদেশে আসার আগে তারা ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। '

গত এক বছরে বাংলাদেশ টেস্ট খেলেছে ৮টি এবং ওয়ানডে ১৩টি। গত ১৩ বছরে একবার মাত্র ৩ টেস্ট ম্যাচ সিরিজ খেলেছে বাংলাদেশ। টাইগার অধিনায়ক চাইছেন পারফরম্যান্সের বিচারে আরও বেশি ম্যাচ খেলতে, 'এ মুহূর্তে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে আমরা ধারাবাহিক ক্রিকেট খেলছি।

টি-২০তেও ধারাবাহিক ক্রিকেট খেলার সময় এসেছে। এর জন্য অবশ্য আমাদের বেশি বেশি করে ম্যাচ খেলতে হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা তিন টেস্ট ম্যাচের সিরিজ খেলিনি। বেশি করে আমাদের টেস্ট খেলা উচিত। '

তলপেটের ব্যথায় তৃতীয় ও শেষ ওয়ানডে খেলেননি তামিম ইকবাল।

আজও খেলবেন না। তার অনুপস্থিতির কথা চিন্তা করেই দলে নেওয়া হয়েছে সৌম্য সরকারকে। তার আজ অভিষেক হতে পারে। তামিম না খেললেও দলের ব্যাটিং শক্তি হ্রাস পাবে। তারপরও দলের যে অবস্থা বর্তমানে, তাতে আত্মবিশ্বাসে চিড় না ধরাই স্বাভাবিক।

তামিমের ব্যথা পুরোপুরি সেরে না উঠায় ঝুঁকি নেওয়া হয়নি বলে জানান মুশফিক, 'তামিমের অবস্থা খুব ভালো নয়। ওকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নই আমরা। আশা করছি নতুন যারা সুযোগ পাবেন, তারা তা কাজে লাগাবেন। '

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।