আমাদের কথা খুঁজে নিন

   

দেশকে সংঘাত থেকে বাঁচাতে জৈনপুরী পীরের শা

দেশকে সংঘাত ও সংকট থেকে বাঁচাতে দুই নেত্রীর উদ্দেশে শান্তির প্রস্তাব দিয়েছেন আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও দাওয়াতে হকের আমির সৈয়দ মাহবুব রহমান জৈনপুরী পীর। গতকাল এক বিবৃতিতে তিনি এ প্রস্তাব দেন। প্রস্তাবগুলো হচ্ছে-নিঃশর্ত সংলাপে বসা, সর্বদলীয় ও তত্ত্বাবধায়ক শব্দ বাদ দিয়ে নির্দলীয় নিরপেক্ষ জনগণের সরকার নামকরণ করা, সমঝোতার পথে এগিয়ে আসা, সাবেক রাষ্ট্রপতি, বিচারপতি, সংবিধান বিশেষজ্ঞ এবং ধর্মীয় ও সাধারণ জ্ঞানে অভিজ্ঞদের মতামত নেওয়া, দুই দল থেকে সম পরিমাণ সদস্য নিয়ে নিরপেক্ষ ব্যক্তিকে সরকার প্রধান নির্বাচিত করা, বলিষ্ঠ নির্বাচন কমিশন গঠন করা, বিভিন্ন বাহিনীকে দেশবাসীর হেফাজতে কাজে লাগানো, শেয়ারবাজার চাঙ্গা করা ও দ্রব্যমূল্যের উধর্্বগতি থেকে জনগণকে মুক্ত করা- এ লক্ষ্যে আগামীকাল মাগরিব থেকে মোহাম্মদপুরস্থ জৈনপুরী দরবার শরিফে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। দুই নেত্রীর উদ্দেশে জৈনপুরী পীর আরও বলেন, আপনারা গদিতে থাকার ও আসার লোভে দেশ ও জনগণকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন। এজন্য আপনাদের শ্রষ্টার কাছে জবাবদিহি করতে হবে।

আল্লাহকে ভয় করুন, দেশ ও জনগণকে ভালোবাসুন। জনগণের জান ও মালের নিরাপত্তা বিধানের জন্য সমঝোতায় আসুন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.