আমাদের কথা খুঁজে নিন

   

শেষ ষোলোতে বায়ার্ন

জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে টানা চতুর্থ ম্যাচ জিতে নক আউট পর্ব নিশ্চিত করেছে। গতকাল মঙ্গলবার রাতে তারা ১-০ গোলে হারিয়েছে চেক প্রজাতন্ত্রের ভিক্টোরিয়া প্লজেনকে।

প্লজেনের মাঠে বায়ার্নের জয়ের নায়ক ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড মারিও মানজুকিচ। অধিনায়ক ডিফেন্ডার ফিলিপ লামের পাস থেকে জয়সূচক গোলটি করেন তিনি।

৬৫ মিনিটে লামের ক্রসে ডি-বক্সের মাঝ থেকে দুর্দান্ত এক হেডে বল জালে পাঠান মানজুকিচ। এই গোল দিয়ে যেকোনো প্রতিযোগিতায় টানা ৩৪ ম্যাচে গোল করার কৃতিত্ব ধরে রাখলো জার্মান দলটি।

উল্লেখ্য, দারুণ একটি রেকর্ডও সঙ্গী হয়েছে বায়ার্নের। ১১ বছর আগে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার গড়া টানা নয় ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করেছে ‘বাভারিয়ান’ নামে পরিচিত বায়ার্ন। ২০০২-০৩ মৌসুমে রেকর্ডটি গড়েছিল স্পেনের দলটি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।