আমাদের কথা খুঁজে নিন

   

লন্ডনে তারেকের গ্রেফতারি পরোয়ানা

বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের কাছে গ্রেফতারি পরোয়ান‍া পাঠিয়েছে সরকার। আজ বুধব‍ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বাংলাদেশের একটি জাতীয় দৈনিক এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখা থেকে ব্রিটিশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, পলাতক আসামি তারেক রহমানের বিরুদ্ধে আদালতের ইস্যু করা গ্রেপ্তারি পরোয়ানাটি ঢাকার জাতীয় অপরাধ প্রতিহত কমিটি থেকে যুক্তরাজ্যের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোতে (এনসিবি) পাঠানো হয়েছে। ওই আসামিকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ব্রিটিশ সরকারকে অনুরোধ করা হলো। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।