আমাদের কথা খুঁজে নিন

   

নীতি-নির্ধারকদের বৈঠকে ডেকেছেন খালেদা

বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলের নীতিনির্ধারণী ফোরামের এই বৈঠক হবে বলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই বৈঠকের পর জোট নেতাদের সঙ্গেও বৈঠকও চেয়ারপারসন বসবেন। তবে এর সময়সূচি এখনো ঠিক হয়নি। ”
নির্দলীয় সরকারের দাবিতে দুই সপ্তাহে তিন দিন করে ছয় দিনের হরতাল শেষে বিকালে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ১৮ দলের পরবর্তী কর্মসূচি ‘শিগগিরই’ জানানো হবে।
তিনি বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধী দলের সঙ্গে সমঝোতায় না এলে রাজপথেই ফয়সালা হবে।


নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনে সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে ফখরুল আবার বলেন, “ আমাদের একটাই দাবি- নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন। ”
বিএনপি নির্দলীয় সরকারের দাবি জানিয়ে এলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ এই দাবি মানতে নারাজ। তারা বলছেন, ছাড় দিয়ে সর্বদলীয় সরকার হতে পারে।
দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করে বিরোধীদলীয় নেতাকে সংলাপের আমন্ত্রণ জানান। তবে হরতালের পর সেই আমন্ত্রণ রক্ষা করতে রাজি থাকার কথা জানান খালেদা জিয়া।


এরপর সংলাপ নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, সরকার সংলাপ চায় না বলে নতুন করে কোনো উদ্যোগ নিচ্ছে না।  

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।