আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের নীতিনির্ধারকদের কাজই হল দুষ্টের লালন আর শিষ্টের দমন

I am a man with too many dreams; I know all of them could not come to the light but my process are continuous. রানা প্লাজা ধ্বসের পর একই প্লাজার গ্রাউন্ড ফ্লোরে আটকা পড়েছিল ভবনের মালিক যুবলীগ নেতা রানা । ঘটনার অব্যাবহিত পরেই রানাকে গণধোলাইয়ের আশংকা দেখা দিলে স্থানীয় আওয়ামী এমপি তৌহিদ জং মুরাদ তার দলবল নিয়ে এসে রানাকে উদ্ধার করে এস্কর্ট দিয়ে নিয়ে যান । রানা এখন হাওয়া পুলিশ তাকে খুঁজে পাচ্ছেনা ! যেখানে একজন জনপ্রতিনিধির দায়িত্ব ছিল অপরাধীকে আইন শৃংখলা বাহিনীর হাতে সোপর্দ করা সেখানে ঐ এমপি অপরাধীকে ফারার হতে সহযোগীতা করলেন ! আমাদের প্রধানমন্ত্রী বলে বসলেন যারা ঐখানে গিয়েছিল তারা মালামাল সরাতে চুরির উদ্দেশ্যেই গিয়েছে ! তার চাইতে এগিয়ে তার স্বরাষ্ট্র মন্ত্রী কি বললেন ? বিএনপি জামায়াতের লোকরাই ধাক্কাধাক্কি করে ভবনটি ফেলে দিয়েছে ! এর চাইতে করুন হৃদয়বিদারক অমানবিক কথা কি আর কিছু হতে পারে ? এখন নীতিনির্ধারকদের এজাতীয় কাজ ও বক্তব্য থেকে এটা স্পষ্ট অপরাধীদের অতীতেও কিছু হয় নাই এখনও কিছুই হবে না । আমরা আম পাবলিক ছাগলের তিননম্বর বাচ্ছা ছিলাম আছি থাকব । এদেশের নীতিনির্ধারকদের কাছে ঐ হতভাগ্য মানুষগুলার জীবন ও রক্তের কানা কড়ি মূল্য নাই । আর আমাদের এত চিল্লাপাল্লাকে আগেও এরা বা*** দিয়া জিগায় নাই এখন জিগাইব এইটা একমাত্র বেকুব ছাড়া কেউ বিশ্বাস করতে পারেনা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।