আমাদের কথা খুঁজে নিন

   

মন্ত্রণালয়ের ছাড়পত্র পেল পল্লীসঞ্চয় ব্যাংক

বৃহস্পতিবার সচিবালয়ে এক বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের বলেন, “আজ আমরা সিদ্ধান্ত নিলাম পল্লীসঞ্চয় ব্যাংক আমরা স্থাপন করব। ”
মন্ত্রী জানান, এই ব্যাংক প্রতিষ্ঠার লক্ষ্যে একটি নীতিমালা তৈরি করে যাচাই বাছাইয়ের জন্য আগামী সপ্তাহে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এরপর প্রস্তাবটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় তোলা হবে। সেখানে অনুমোদন পেলে উত্থাপন করা হবে সংসদে।
মুহিত বলেন, “আগামী ১৮ নভেম্বর সংসদের চলতি অধিবেশন বসবে।

ওই সময়ই নীতিমালার প্রস্তাব সংসদে তোলা হতে পারে। ”
 
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের আওতায় একটি বাড়ি একটি খামার প্রকল্পে বর্তমানে ১০ লাখ ৩৮ হাজার সুবিধাভোগী পরিবার রয়েছে। তাদের জন্য এক হাজার ৩৩২ কোটি টাকার তহবিল গঠন করে দিয়েছে সরকার।
প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও যাতে ওই তহবিল থেকে পরিবারগুলো অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে- সেজন্যই এ ব্যাংক। এসব পরিবার পল্লীসঞ্চয় ব্যাংকে তাদের সঞ্চয় জমা রাখতে পারবেন, ঋণও নিতে পারবে।


গ্রামের প্রতিটি দরিদ্র পরিবাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দারিদ্র্য দূর করার লক্ষ্যে এর আগের আওয়ামী লীগ সরকারের সময়ে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প শুরু হলেও ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে তা বন্ধ করে দেয়। বর্তমান সরকার ক্ষমতায় এসে এ প্রকল্প আবার চালু করে।
গত অক্টোবরে এ প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পল্লীসঞ্চয় ব্যাংক গঠনের উদ্যোগের কথা বলেন।
তিনি বলেন, “আমরা মনে করি, একটি বাড়ি একটি খামার প্রকল্প দ্রারিদ্রতা হ্রাসের পথ দেখাচ্ছে, সেখানে পল্লীসঞ্চয় ব্যাংক হওয়া দরকার। ”
প্রধানমন্ত্রী কারো নাম উল্লেখ না করে ক্ষুদ্রঋণ কার্যক্রমের দিকে ইংগিত করে সেদিন বলেন, “এক জায়গা থেকে ঋণ নিচ্ছে।

তার সুদ দিতে দিতে আবার ঋণ নিতে হচ্ছে। সুদের বোঝা নিয়ে ঋণের বোঝায় জর্জরিত হয়ে ঋণের বোঝা থেকে মুক্ত হচ্ছে না।
“আমরা চাই আমাদের গ্রামের মানুষরা নিজেরাই উৎপাদন করবে, দারিদ্রের হাত থেকে মুক্তি পাবে। ”
প্রধানমন্ত্রীর ভাষায়, পল্লীসঞ্চয় ব্যাংক হবে গরীব মানুষের জন্য।
হতদরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ও দীর্ঘদিন ধরে পল্লীসঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে আসছিল।


নতুন ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে আগ্রহী না হলেও কেন্দ্রীয় ব্যাংক বলেছে বিশেষায়িত ব্যাংক হিসাবে পল্লীসঞ্চয় ব্যাংক অনুমোদন পেতে পারে।  
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এবং সমবায় অধিদপ্তর ও কেন্দ্রীয় ব্যাংকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.