আমাদের কথা খুঁজে নিন

   

দুই নেত্রীর শর্তবিহীন সংলাপ চায় জনগন: যোগাযোগ মন্ত্রী

আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন সংগ্রাম নয়, দুইনেত্রীর শর্তবিহীন সংলাপ চায় জনগন, জনগন চায় দুই নেত্রী সংলাপের মাধ্যমে সমঝোতাই আসুক। 

আজ সকাল সাড়ে ১২ নোয়াখালী জেলার কবিরহাট উপজেলা প্রসাশন আয়োজিত কবিরহাট পৌর অডিটোরিয়াম ভবনে মুক্তিযোদ্ধাদের মাঝে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা কালে এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, কাল বিলম্ব না করে শিগগিরই সংলাপে বসুন। এ সময় তিনি একশ দুইজন মুক্তিযোদ্ধা ও দরিদ্রদের মাঝে পাঁচ হাজার টাকা করে প্রায় দশ লক্ষাধিক অনুদানের চেক প্রদান করেন। এর আগে তিনি উপজেলার বেশ কিছ পাকা সড়ক ব্রিজ কালর্ভাট ও উন্নয়ন কাজের  উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রসাশক সোহেল ইমাম খাঁন। অন্যান্যের বক্তৃতা করেন, নোয়াখালী সদর-সূবর্ণচর সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, নোয়াখালী পুলিশ সুপার আনিসুর রহমান পিপিএম, পৌর মেয়র জহিরউদ্দিন রায়হান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন রুমি, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 

ওবায়দুল কাদের বিরোধীদলকে উদ্দেশ্য করে বলেন, আপনারা হরতাল দিয়ে শিক্ষার্থীদের শিক্ষাকে ব্যহত করছেন। আন্দোলন সংগ্রাম করে কোনো লাভ হবে না, হরতালে দেশের আর্থিক ক্ষতির জন্য বিরোধীদল হরতাল করে। 

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।