আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক সুইসাইড

বললে মনটা হালকা হয়না, কিংবা গুছিয়ে বলতে পারিনা ...তাই লিখি

এক বন্ধু হঠাত নক করে বলে, সুইসাইড করব দোস্ত! কারণ ওর ফেসবুক প্রেমিকা ছ্যাকা দিয়েছে। আমি আৎকে উঠলাম। নানাভাবে বন্ধুকে ম্যানেজ করার ট্রাই করছিলাম। বেচে থাকলে দুনিয়ার কত্ত সুখ ভোগ করতে পারবি সেইসবও বলছিলাম। ওর জন্য ফুটফুটে-টুকটুকে একটা বৌ নিজে খুজে এনে দিব, এটাও কথা দিলাম।

কিন্তু নাছোড়বান্দা কিছুতেই মানে না। হঠাত দেখি আইডি ডিএক্টিভেট! ফোন দিলাম, ফোনও অফ! ওর বাসার কারও নাম্বারও নেই। টেনশনে আমার রাতে ঘুম হল না। পরদিন সকালে যখন ওর নাম্বার থেকে কল আসলো তখন আমি আশা ছেড়ে দিয়েছি। খারাপ খবর শোনার মানসিক প্রস্তুতি নিয়ে কল রিসিভ করতেই বন্ধুর কন্ঠে, -দোস্ত ভালো আছিস! >আলহামদুল্লিলাহ।

ভালো আছি মানে, এখন চরম ভালো আছি। তুই সুইসাইড করস নাই এর থেকে ভালো খবর আর কি হতে পারে! -আররে সুইসাইড তো করছিই! আইমিন ঐ আইডি থেকে সবাইকে ডিলিট করে আইডি ঝুলাইয়া দিছি। >মানে? কি কস টুট টুট টুট***! -চেতস কিল্যা! ফেসবুকে প্রেম হইছে, ফেসবুকে ব্রেকআপ হইছে। সুইসাইডও তো ফেসবুকেই হবে! ঐ আইডি সুইসাইড করছে। এইবার নতুন আইডি খুলে বৌ হান্টিং শুরু করুম।

আমার জন্য দোয়া করিস! >টুট টুট টুট টুট********* *জুকা কি এক ফেসবুক বানালো, এখন মানুষের সুইসাইডও ভার্চুয়াল হয়ে গেছে। মরার পরের কবরও হবে ভার্চুয়াল! হ্যোয়াট দ্যা প্র্যাংক


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.