আমাদের কথা খুঁজে নিন

   

মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পর্কে কিছু কথা



@HSC পাশ করার পরেই শুরু হয় ভর্তি যুদ্ধ । কে কোথায় ভর্তি হবে, কোথায় ভর্তি হতে পারবে, কোথায় ভর্তি হওয়া সহজ, কোথায় কঠিন ইত্যাদি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয় এসব স্টুডেন্টস @ যারা মেডিকেল ভর্তি হতে চাও তাদের সমস্যা তা একটু বেশি । তোমরা মেডিকেল কোচিং করতে গিয়ে MATH, PHYSICS MATH এসব করতে পার না যার ফলে মেডিকেল এ চান্স না পেলে সাধারণ সরকারী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া অনেকটা কঠিন হয়ে যায়। তাই তোমাদের মেডিকেল কোচিং এর সাথে সাথে MATH, PHYSICS MATH এসব বিষয়েও নজর দেয়া উচিত। আমি তোমাদের আলাদা করে বিশ্ববিদ্যালয় কোচিং করতে বলছি না।

এসব বিষয়ের জন্য কিছু বিশেষ বই পাওয়া যায় তোমরা সময় পেলে এসব বই পড়তে পার । সপ্তাহে ১ দিন পড়লেও হবে। তবে ইচ্ছা যখন মেডিকেল এ পড়ার , তখন CHEMISTRY, BIOLOGY, PHYSICS’S THEORICAL PART ,GENERAL KNOWLEDGE, ENLISH এসব বেশি করে পড়তে হবে । মনে রাখবা , কোচিং তোমাদের অনেক কিছু শেখাতে পারবে এটার গ্যারান্টি আমি দিতে পারব না ,তবে তোমরা যদি রেগুলার থাকো তাহলে পড়ার প্রতি তোমাদের একটা বিশেষ আগ্রহ থাকবে। CHEMISTRY, BIOLOGY এর কোন ট্রপিক বাদ দিবা না ।

কারণ , এই দুই বিষয় থেকে ৫৫ মার্ক থাকে। PHYSICS’S THEORICAL PART টাও ভাল ভাবে আয়ত্ত করবা। এখানে মার্ক থাকে ২০ । তবে পদার্থের অঙ্ক সাধারনত মেডিকেল ভর্তি পরীক্ষায় থাকে না । তাই ঐ বিষয়ে মনোযোগ না দিলেও চলবে ।

GENERAL KNOWLEDGE ও ENLISH এই দুই বিষয়ও কম গুরুত্বপূর্ণ নয় , ১০+১৫= ২৫ মার্ক থাকে । তবে এই দুই বিষয়ে পড়ার জন্য পরীক্ষার আগের ২ মাস খুব উত্তম। কারণ এসব বিষয় এত বেশি সমৃদ্ধ যে তা আয়ত্ত করা অনেক কঠিন । কোচিং এর ভাইয়ারা অনেক সময় বিভিন্ন রকম নিরাশামুলক কথা বলেন , তোমরা আসবে কান দিবা না । যেমন, তোমরা এখন কি পড়তেছো এর চেয়ে আরও বেশি পড়তে হবে মেডিকেলে পরলে, পরীক্ষা দিবে ৬০,০০০ চান্স পাবে মাত্র ৩২০০।

তোমাদের ইচ্ছা যদি থাকে প্রখর তোমরা পারবেই এই ৩২০০ এর মধ্যে থাকতে। সবশেষে সবার জন্য শুভকামনা রইল । (এখনও যারা HSC পাশ কর নি বা যারা ২য় বারে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে চাও তাদের জন্য)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.