আমাদের কথা খুঁজে নিন

   

সংঘাতমূলক পদক্ষেপে যুক্তরাজ্যের হতাশা

বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের মাঝে গঠনমূলক আলোচনার পরিবর্তে সংঘাতমূলক রাজনৈতিক পদক্ষেপ অব্যাহত থাকায় হতাশা প্রকাশ করেছে যুক্তরাজ্য।
ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানিয়েছেন।
গতকাল শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস ও উপদেষ্টা এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুকে গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় গিবসন এ মন্তব্য করেন।
রবার্ট গিবসন বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের মাঝে গঠনমূলক সংলাপের পরিবর্তে আমাদের অব্যাহতভাবে সংঘাতমূলক কার্যক্রম দেখতে হচ্ছে। এটি আমাকে হতাশ করছে। কারণ, বাংলাদেশের অধিকাংশ সাধারণ মানুষ মনে করে, দুই দল সংলাপের মাধ্যমে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।’

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.