আমাদের কথা খুঁজে নিন

   

রন্ধনপ্রেমী বঙ্গ রাজনীতি এবং আন্দোলন আন্দোলন খেলা



তো তুম্রা হরতাল দিবা কিন্তু তুমাদের একজন শীর্ষ নেতারেও মাঠে দেখা যাইবেনা সেটা কিরাম হিসাব??? তুম্রা না ১৮ দল?! প্রতি দল থেকে একজন করে নেতা আইসলেও তো মাঠ গরম হবার কথা! কিন্তু তুম্রা আসবা না। তুম্রা আচলের তলায় লুকাই থাইকা ভারাইট্টা দিয়া আন্দোলন আন্দোলন খেলবা। তুম্রা ম্যাচের কাঠি সাপ্লাই দিবা আর তা দিয়া তুমগো ভারাইট্টারা ভাত রান্ধনের মত মানুষ রানবে আর আম্রা কিছ সভ্য নাগরিক ফেসবুকে হাসি-তামশার ঝড় তুলপো! আর বাকি গুলা বিদেশে বইসা বইসা দেশ গেল, দেশ গেল বইলা গালিবাজি করপো! এইবারে বুজলাম দেশী চ্যানেলগুলাতে রান্ধনের অনুষ্ঠান ক্যান বেশী! বাঙ্গালী মাত্রই রন্ধন আর ভোজন রসিক। হোক না সিটা কাভার্ড ভ্যানের ভিত্রে মানুষ রান্ধা!!! জিন্দাবাদ হ্যায় মেরে প্যায়ারে বাঙ্গাল রাজনীতি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.