আমাদের কথা খুঁজে নিন

   

Krrish 3 দেখার পর আমার অনুভূতি


বর্তমানে বলিউড যে অবস্থানে আছে আমার কাছে মনে হয় তার চেয়ে অনেক পিছিয়ে মুভিটা বানানো হয়েছে। মুভিতে হৃতিক রোশন তার বাবা রোহিত এর ভূমিকায় যেমন অসাধারন অভিনয় করেছেন ঠিক তেমনি ক্রিশ এর ভূমিকায় নিজের ক্যারিয়ারের এই পর্যায়ে এসে গজামিল দিয়েছেন। যারা হৃতিক পাংখা আছেন তারা কিছুটা দুরেই থাকেন। কংগনা রানাওয়াত দারুন অভিনয় করেছেন মুভিটাতে। প্রিয়ংকা টুট…টুট…টুট…।

এখন তাকে গানেই মানায়। আর বিবেক তার কাল চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য আপ্রান চেস্টা করে সফল হয়েছেন,যে জায়গায় ব্যর্থ হয়েছেন তার জন্য মুভির এনিমেশন কোয়ালিটি দায়ী। মুভির এনিমেশন আর সি.জি.আই টেকনলজি দেইখা মনে হইছে এর চাইতে অনন্ত ভাইয়ের “মোস্ট ওয়েলকাম” অনেক ভালো ছিল। এক্সম্যান সিরিজের চরিত্র গুলো যেমন টানা হেচরা করা হয়েছে মুভিতে,তেমনি কিছু কিছু একশন দৃশ্য কে রীতিমত ধর্ষন করা হয়েছে। বলিউডের সুপারহিরো মুভি গুলো যেমন ক্রিশ-২,রা-ওয়ান দেখে দর্শক যতটা চাহিদা সম্পন্ন হয়েছিল সে তুলনায় ক্রিশ-৩ মনে হয় না ঠিক আছে।

তবে ভাই,চেন্নাই এক্সপ্রেস বন্ধ কইরা দিলো ক্রিশ-৩ আর আপনি হয়তো মনে মনে বলতেছেন “শালায় কয় কি?” ভাই,আপনার উদ্দেশ্য বলছি- “মোস্ট ওয়েলকাম” আর “নিঃস্বার্থ ভালোবাসা”ও কিন্তু ঢালিউড ব্লকবাস্টার। বুদ্ধিমানের ইশারা যথেস্ট। (সমগ্র পোস্ট ব্যক্তিগত মতামত থেকে দেয়া। কেউ আঘাত পেলে,বা কারও পাংখা কস্ট পেলে আমি দায়ি নই। রাকেশ রোশন দায়ী।

)
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.