আমাদের কথা খুঁজে নিন

   

শিরোপার পথে সিদ্দিকুর

ভারতের হিরো ইন্ডিয়ান ওপেন জয়ের পথে রয়েছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর। তৃতীয় রাউন্ড শেষে এককভাবে শীর্ষে অবস্থান করছেন তিনি। রোববার খুব বেশি খারাপ না করলে দ্বিতীয় এশিয়ান ট্যুরের শিরোপা জিতবেন সিদ্দিকুর।

তিন রাউন্ড মিলে পারের চেয়ে ১৭ শট কম খেলেছেন দেশের প্রথম পেশাদার এই গলফার।

দিলি্ল গলফ ক্লাবে অনুষ্ঠানরত ১২ লাখ ৫০ হাজার ডলারের এই টুর্নামেন্টের শিরোপা জিতলে প্রাইজমানি হিসেবে সিদ্দিকুর পাবেন প্রায় দুই লাখ মার্কিন ডলার (প্রায় দেড় কোটি টাকা)।

২০১০ সালের অগাস্টে ব্রুনাই ওপেন জিতেছিলেন সিদ্দিকুর। সেটাই বাংলাদেশি কোনো গলফারের প্রথম এশিয়ান ট্যুর শিরোপা জয়ের কৃতিত্ব।

তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে মোট ১৩ শট কম খেলে দ্বিতীয় স্থানে আছেন ভারতের এস.এস.পি. চৌরাশিয়া। ১২ শট কম খেলে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন ভারতের রশিদ খান ও ফিলিপাইনের অ্যাঞ্জেলো কে।

শনিবার তৃতীয় রাউন্ডে মোট পাঁচটি 'বার্ডি' (কোনো হোলে পারের চেয়ে এক শট কম খেলা) করেছেন সিদ্দিকুর।

প্রথম পাঁচজনের মধ্যে একমাত্র সিদ্দিকুরই কোনো 'বোগি' (পারের চেয়ে একটি শট বেশি খেলা) করেননি।

আক্রমণাত্মক খেলতে থাকা সিদ্দিকুর দিনের শেষ হোলে কিছুটা বেকায়দায় পড়ে যান। পাঁচ পারের ঐ হোলে তার বলটি গর্তে পড়ে গিয়েছিল। সেখান থেকে ফিরে এসেই শেষ পর্যন্ত 'বার্ডি' করেন তিনি।

দিন শেষে সিদ্দিকুরের কণ্ঠেও ১৮ নম্বর অর্থাৎ শেষ হোলে সাফল্য পাওয়ার তৃপ্তি।

হাসতে-হাসতে তিনি বলেন, "কোনো বোগি ছাড়া একটা পুরো রাউন্ড শেষ করতে পারা সব সময়ই আনন্দের। এটা যে করতে পারবো, তা আমি ভাবতেই পারিনি। "

"১৮ নম্বরটা ছিল আমার সেরা বার্ডি। তৃতীয় শটটা ছিল বেশ কঠিন আর সহজ বাডির্র জন্য ঐ শটে আমাকে হোলের খুব কাছে বল নিতে হতো। বার্ডি পাওয়ার ব্যাপারে আমার ভীষণ আত্মবিশ্বাস ছিল।

যদিও ভাবতেই পারিনি বলটা হোলের এত কাছাকাছি পৌঁছাবে। "

প্রথম রাউন্ডে ছয়টি বাডির্র সাহায্যে পারের চেয়ে ছয় শট কম খেলেছিলেন সিদ্দিকুর।

আর শুক্রবার দ্বিতীয় রাউন্ডে ছয়টি বাডির্র পাশাপাশি একটিতে 'ঈগল' (কোনো হোলে পারের চেয়ে দুই শট কম খেলা) করলেও দুটি 'বোগি' করায় দুই রাউন্ড মিলে ১২ শট কম নিয়ে এককভাবে শীর্ষে ছিলেন তিনি।

দিলি্ল গলফ ক্লাবে কখনো শিরোপা জিততে না পারলেও এখানে অনেক সুখস্মৃতি রয়েছে তার। ২০১১ সাল থেকে এখানে বেশ কয়েকটি টুর্নামেন্টে অংশ নিয়ে ছয় বার সেরা দশের মধ্যে ছিলেন তিনি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.