আমাদের কথা খুঁজে নিন

   

নাশিদ জিতলেও অনিশ্চয়তা রয়েছে

মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ জয়লাভ করলেও সরকার গঠন নিয়ে সংশয় রয়েছে। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ৪৫ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তবে দ্বিতীয় দফা নির্বাচন এড়াতে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাননি তিনি। শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফলে দেখা যায়, নাশিদ ভোট পেয়েছেন ৪৫ দশমিক ০৮ শতাংশ।

তার নিকট প্রতিদ্বন্দ্বী সাবেক একনায়ক মামুন আব্দুল গাইয়ুমের সৎভাই আব্দুল্লাহ ইয়ামিন পেয়েছেন ৩১ দশমকি ২১ ভোট। মালদ্বীপের নিয়ম অনুযায়ী এ দু’জনের মধ্যে দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে শনিবার বিকেলের দিকে জানা যায়, প্রেসিডেন্ট পদপ্রার্থী কাসিম ইব্রাহীমের দল জুমহুরি পার্টির এক সদস্য দ্বিতীয় দফার জন্য প্রচারণা চালাতে না পারার অজুহাতে দ্বিতীয় দফা নির্বাচন পেছাতে সর্বোচ্চ আদালতে আপিল করেছেন।

উল্লেখ্য, প্রায় দুই বছর আগে এক অভ্যুত্থানে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ক্ষমতাচ্যুত হওয়ার পর মালদ্বীপে যে রাজনৈতিক সঙ্কট ঘনীভূত হচ্ছিল এ নির্বাচনের মাধ্যমে তার সমাপ্তি ঘটবে বলে আশা করা হচ্ছে। যদিও গত দুই মাসের মধ্যে এবার তৃতীয়বারের বার নির্বাচন অনুষ্ঠান সম্ভব হলো।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।