আমাদের কথা খুঁজে নিন

   

নাটোর-ঈশ্বরদী রেললাইন উপড়ে ফেলেছে দূর্বৃত্তরা

নাটোর-ঈশ্বরদী রেল লাইনের শ্রীরামগাড়ি নামক স্থানে দূর্বৃত্তরা রেল লাইনের স্লীপার কেটে উপড়ে ফেলেছে। আজ রোববার ভোরে নাটোরে জেলার এবি ইউনিয়নের শ্রীরামগাড়িতে এ ঘটনা ঘটে। এতে উত্তরবঙ্গের সাথে ঢাকা ও দক্ষিনাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ঈশ্বরদী জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, ঈশ্বরদী বাইপাস রেল ষ্টেশনের পার্শ্ববর্তী ও নাটোর জেলার শ্রীরামগাড়ি গ্রামে ভোরে একদল দূর্বৃত্তরা রেল লাইনের স্লীপার উপড়ে ফেলে। তারা গ্যাসের আয়রন কাটার নিয়ে রেল লাইন কেটে দেয়।

এতে উত্তরাঞ্চলের সাথে ঢাকা ও দক্ষিনাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ওসি আরো জানান, ইতিমধ্যেই রেল লাইন পুন সংযোগের কাজ শুরু করে দিয়েছে আমাদের টীম। খুব শ্রীঘ্রই উত্তরবঙ্গের সাথে ঢাকা ও দক্ষিনাঞ্চলের রেল যোগাযোগ পুনরায় চালু করা হবে। তবে কত সময়ের মধ্যে লাইনটি পুনস্থাপন করা সম্ভব, তা তিনি নিশ্চিত করে বলতে পারে নাই।

ফলে আজ সকালের নির্ধারিত কোন ট্রেন রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি।

তবে হরতাল বিরোধীরা এ কাজ করতে পারে বলে ধারনা করছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।