আমাদের কথা খুঁজে নিন

   

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত ১৩

ইন্দোনেশিয়ায় সেনাবাহিনীর হেলিকপ্টার দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। সেনাবাহিনী সূত্র জানা গেছে, শনিবার ইন্দোনেশিয়ার বুলান এলাকায় একটি সেনা চৌকি নির্মাণের জন্য মি-১৭ হেলিকপ্টারে করে জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছিল। কালিমানথান প্রদেশের মালিনাওয়ে বোর্নিওর জঙ্গলে হঠাৎই ভেঙে পড়ে কপ্টারটি। সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় আট জন বিমানকর্মী ও ১৩ জন নির্মাণকর্মী কপ্টারে ছিলেন।

ঘটনাস্থলেই মারা যান তেরো জন। বাকি সকলেই আগুনে পুড়ে অল্প-বিস্তর আহত হয়েছেন।

এদিকে, সেনাবাহিনীর মুখপাত্র ইসকান্দার সিতোমপুল জানিয়েছেন, প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, কপ্টারটির ইঞ্জিনে গণ্ডগোল হওয়ার কারণে হঠাৎই নিয়ন্ত্রণ হারায় সেটি। তদন্ত চলছে।

উল্লেখ্য, গত কয়েক বছরে একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ায়।

তার মধ্যে বেশ কয়েকটিই সেনা বিমান দুর্ঘটনা।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।