আমাদের কথা খুঁজে নিন

   

জয়বাংলা শ্লোগানে গাড়ি ভাঙ্গলো শিবির

জয়বাংলা শ্লোগান দিয়ে চৌদ্দগ্রাম বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এসে গাড়ি ভাংচুর শুরু করে জামায়াত-শিবির। ১৮ দলীয় জোটের হরতাল চলাকালে আজ রোববার এঘটনায় পুলিশ ও জামায়াত-শিবিরের মধ্যে সংঘর্ষে ওসিসহ ১০জন আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ পৌনে ১২টার দিকে এঘটনায় ছত্রভঙ্গ করতে টিয়ারশেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে। জামায়াত-শিবির কর্মীরা পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে চৌদ্দগ্রাম থানার ওসি ইসমাঈল হোসেন, এক কনস্টেবল, জামায়াত-শিবিরের ৮কর্মীসহ ১০জন আহত হয়েছে। এ সময় পুলিশ জামায়াতের ৩ কর্মীকে গ্রেফতার করেছে। চৌদ্দগ্রামে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ওসি ইসমাঈল হোসেন জানান, জামায়াত-শিবিরের কর্মীরা জয়বাংলা শ্লোগান নিয়ে মহাসড়কে এসে গাড়ি ভাংচুর শুরু করে। তাদের সরিয়ে দিতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.