আমাদের কথা খুঁজে নিন

   

আম্মায় কইলো রাধুনী গুড়া মশলাতে [হলুদ, মরিচ] কালার বেশী মনে হইতেসে। আমি চেক করতেছি। সাবধানের মাইর নাই।

Nothing Especial....

আমরা প্রায় ৫ বছর ধরে আমরা রাধূনী গুড়া মশলা ব্যবহার করতেছি থুক্কু আমার মা ব্যবহার করতেছেন। আগে নিজেদের বাটা বা মেশিনে ভাঙানো মশলা ব্যবহার করতাম। মোটামুটি নিশ্চিত ছিলাম কোয়ালিটি নিয়া। আগে দুই একবার আম্মা বললেও কানে তুলি নাই। আজকে খাইতে বইসা মনে কামড় দিলো আর আম্মাও এমন সময় ডাক পাড়লো যে রাধুনী মসলারা কালারটা একটু বেশী রংচঙা মনে হইতেছে। সত্য মিথ্যা জানি না তবে বাংলাদেশে যেহেতু প্রোডাক্ট কোয়ালিটি চেক করার কেউ [বিএসটিআআ তো মরা একটা কিছু] নাই আর কোম্পানীগুলা মানুষ ঠকাইয়া টাকা কামাইতে চায় আমি কিছু দিন রাধুনীর সাথে বাসায় বাটা বা মেশিনে নিজে কিনে ভাঙানো মসলার সাথে চেক করে নিবো। আপনাদের জানাইলাম যাতে আপনারাও সজাগ থাকতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।