আমাদের কথা খুঁজে নিন

   

সুফিয়ানা অন্তরে ধারণ করতে হয়

নতুন কি কাজ করছেন?

আমার ও জয়ের ব্রাদারহুড প্রজেক্টের একটি নতুন অ্যালবাম তৈরির প্ল্যান করছি। এরই মধ্যে গান বাছাই করছি। আশা করছি ১৪'র শুরুতে আমাদের নতুন অ্যালবামের কাজ শুরু করব। এ ছাড়া কলকাতার একটি অ্যালবামে আমি গান করছি। ওই অ্যালবামে আমার একটি গান থাকছে।

এ ছাড়া কয়েকটি চলচ্চিত্রে গান করেছি।

 

আমাদের দেশে সুফি গানের অবস্থা কেমন?

সুফি গানটা হচ্ছে একটি দর্শন, একটি আদর্শ, একটি ঘরানা। আর যে শিল্পী এ দর্শন, আদর্শ অন্তরে ধারণ করতে পারবে, সেই সুফি গান করতে পারবে। গানের মধ্যে শুধু আল্লাহ, রাসূলের নাম থাকলেই সুফি গান হয় না। আমাদের সুফি ঘরানার শিল্পীর সংখ্যা কম।

 

বর্তমানে বাংলা গান কেমন হচ্ছে?

আমার মতে, বর্তমানে বাংলা গান খুব ভালো হচ্ছে। আমাদের দেশের শিল্পী এবং কম্পোজাররা দারুণ কাজ করছে, যা কিনা সারা বিশ্বে উপস্থাপন করার মতো। আমাদের দেশেও আন্তর্জাতিকমানের শিল্পী ও কম্পোজার আছে। তবে একটা ব্যাপার খুব খারাপ যে, অনেকেই সফটওয়্যারের অপব্যবহার করছেন, যা কিনা আমাদের দেশের শুদ্ধ সংগীতের জন্য হুমকিস্বরূপ।

 

আপনার মতে বিশ্ব সংগীতে বাংলা গান কোন অবস্থানে আছে? আমরা কি বিশ্ব সংগীতের সঙ্গে তাল মেলাতে পারছি?

প্রযুক্তিগত দিক থেকে আমরা বিশ্ব সংগীত থেকে খুব বেশি পিছিয়ে নেই আর কণ্ঠশিল্পীর দিক থেকেও না।

তা যদি হতো তা হলে কলকাতার মতো শহরে আমার গান কিংবা অ্যালবাম প্রকাশ করত না। আমাদের দেশের কম্পোজাররা খুব উন্নতমানের কাজ করছে। আর অবশ্যই আমরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়েই চলছি।

 

গান না করলে কি করতেন?

গান ছাড়া কখনো অন্যকিছু ভাবিনি। গানের সঙ্গেই সারাটা জীবন কাটাতে চাই ।

এ জগতে এলেন কীভাবে?

আমি ছোটবেলা থেকেই গান করি। আমার মা'র হাত ধরেই গানে আসা। আমার মা গান করতেন, তিনিই গানের ব্যাপারে উৎসাহ দেন। আমার প্রথম গুরু নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল পণ্ডিত সঞ্জয় কৃষ্ণ বণিক। তারপর ওস্তাদ পণ্ডিত মেঘনা।

 

আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?

ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গান নিয়েই বেঁচে থাকতে চাই। গান ছাড়া আমার অন্য কোনো চাওয়া নেই।

 

* আলী আফতাব

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.